শেষ আপডেট: 19th January 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: 'মহব্বতে' ছবির সেই বিখ্যাত সংলাপের কথা মনে আছে? আগামী প্রজন্মের উদ্দেশে বিগ-বি বলেছিলেন তিনটি কথা-- 'পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন'! বাস্তবেও ওই একই শিক্ষায় শিক্ষিত বচ্চন পরিবারও।
হরিবংশ রাই বচ্চন ছিলেন কবি। তাঁর সুপুত্র অমিতাভ বচ্চন, সুপারস্টার। বচ্চন পরিবারের ইতিহাস বলছে, যুগে যুগে তারকার জন্ম হয়েছে এই পরিবারে। সেই পরিবারের একমাত্র ছেলে অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। বচ্চনদের মান মর্যাদা ও মেয়েকে নিয়েই এবার সাক্ষাৎকারে মুখ খুললেন অভিষেক।
এই মুহূর্তে কেরিয়ারের 'ইন্টারভ্যাল'-এ আছেন অভিষেক, এমনটাই মনে করেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই দীর্ঘ কেরিয়ারে পরিবার তাঁর উপর কী প্রভাব ফেলেছে? অভিষেকের উত্তর, "আমি আজ যা তা শুধুমাত্র আমার পরিবারের জন্য। আমি যা করি তা আমার পরিবারের আগামী ও ভবিষ্যতের জন্যই। তাঁদের মতামত আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।" এখানেই থামেননি তিনি। পদবী নিয়ে তিনি যে কতটা গর্ব করেন তাই ব্যক্ত করেছেন সাক্ষাৎকারে।
তিনি যোগ করেন, "আমার নাম নিয়ে ভীষণ গর্বিত। আমার ঠাকুরদা আমার এই নাম দিয়েছিলেন। শুধুমাত্র নাম নয় এই পদবী নিয়েও আমার ভীষণ গর্ব হয়। আমার ঠাকুরদার জন্যই যে পরিমাণ সম্মান আমি পেয়েছি তা আজীবন করতে চাই আমি। আশা রাখছি আমার মেয়ে আরাধ্যাও যেন আমার পদবীর মর্যাদা রাখতে পারে। যেন সেই পদবীকে সম্মান করতে পারে।"
বিগত বেশ কিছু সময় ধরেই বলিপাড়ায় রটনা কিছুই নাকি ঠিক নেই অভিষেক বচ্চন ওই ঐশ্বর্যা রাইয়ের মধ্যে। এও শোনা যাচ্ছে, এই মুহূর্তে নাকি মেয়েকে নিয়ে মায়ের কাছেই থাকছেন ঐশ্বর্যা। যদিও প্রথম থেকেই এই খবর নিয়ে বচ্চন পরিবার মুখে কুলুপ এঁটেছে। ওই পরিবারে নাকি 'বিচ্ছেদ' হয় না। তাই মনের মিল ঘুচলেও অফিসিয়ালি আলাদা হননি ওই দুই তারকা, শোনা যাচ্ছে এমনটাই।