শেষ আপডেট: 25th October 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ২৫ কোটির সম্পত্তি কিনে ফেললেন অভিষেক বচ্চন। মুম্বইয়ে নতুন ফ্ল্যাটের মালিক হলেন তিনি। একসঙ্গে ৬টা ফ্ল্যাট কিনেছেন বলে সূত্রের খবর। তাহলে কি এবার পরিবারের থেকে আলাদা থাকার পরিকল্পনা করছেন?বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে থাকার কথা ভাবছেন অভিনেতা! গুঞ্জন শুরু বলিউডে।
চলতি বছরের শুরু থেকেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্স নিয়ে চর্চা চলছে সর্বত্র। দুজনকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখাও যায়নি এবছর। অনন্ত অম্বানির বিয়েতে বাবা-মা, দিদি ও গোটা পরিবারের সঙ্গে অভিষেক হাজির হলেও ছিলেন না ঐশ্বর্য বা মেয়ে আরাধ্যা। দুজনকে আলাদাভাবে অনুষ্ঠানে দেখা যায়। বিচ্ছেদের জল্পনা আরও বাড়তে থাকে।
এরই মাঝে উঠে আসে নিমরত কৌরের নাম। তাঁর সঙ্গে ২০২২ সালে একটি ছবিতে কাজ করেছিলেন জুনিয়র বচ্চন। সূত্রের খবর, সেখান থেকেই নাকি দুজনের বন্ধুত্ব। এবিষয়ে এই স্টার দম্পতির কেউই মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে অনেককিছুই। বিচ্ছেদের গল্পে জুড়েছে জয়া বচ্চনের নামও।
এসবের মাঝেই অভিষেক কিনলেন নতুন ফ্ল্যাট। মুম্বইয়ের মালান্দ এলাকায় ফ্ল্যাটটি কিনেছেন। তবে, একা অভিষেক নয়। এই সম্পত্তির যৌথ মালিক অমিতাভ বচ্চনও। তিনিও অভিষেকের সঙ্গেই ৪টি ফ্ল্যাট কিনেছেন।
এক রিয়্যারএস্টেট কনসালটেন্ট এবিষয়ে বলেন, 'ওবেরয় রিয়্যালটি প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট ইটার্নিয়াতে বাবা ও ছেলে যৌথভাবে সম্পত্তি কিনেছেন। ১০ হাজার ২১৬ স্কয়্যারফিটের সম্পত্তি। রয়েছে ১০টা অ্যাপার্টমেন্ট। যার প্রত্যেকটির দাম ১.৫০ কোটি। মোট ১০টি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। ৬টি অভিষেক ও ৪টি অমিতাভ।
নতুন ফ্ল্যাট কেনার সঙ্গে সঙ্গেই পরিবারের থেকে আলাদা থাকার জল্পনা শুরু হয়েছে। এনিয়েও স্পিকটি নট সকলে। ঘনিষ্ঠ মহল থেকেও কোনও কথা জানা যায়নি।