Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্যপ্রতিদিন খালি পেটে ভেজানো কিশমিশ, আপনার শরীর ভাল রাখার গোপন টনিক, কী বলছেন বিশেষজ্ঞরা৩ হাজার টাকা দিলেই সারাবছর টোল ফ্রি যাতায়াত! ফাস্টট্যাগে বিরাট সুবিধা নিয়ে হাজির কেন্দ্রটি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ, গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তান ম্যাচ
Abhijeet Bhattacharya - Anu Malik

শাহরুখের ছবিতে এই গানটি গাওয়ার কথা অভিজিতের, রাতারাতি নিজের 'নামে' করে নেন অনু মালিক

নয়ের দশকের বলিউড মানেই একের পর এক হিট গান, আর সেই হিটলিস্টে বারবার উঠে এসেছে অভিজিৎ ভট্টাচার্যের নাম।

শাহরুখের ছবিতে এই গানটি গাওয়ার কথা অভিজিতের, রাতারাতি নিজের 'নামে' করে নেন অনু মালিক

শেষ আপডেট: 13 May 2025 17:33

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের বলিউড মানেই একের পর এক হিট গান, আর সেই হিটলিস্টে বারবার উঠে এসেছে অভিজিৎ ভট্টাচার্যের নাম। মেলোডির রাজপথে তাঁর যাত্রা বহুদিনের, কিন্তু স্পষ্টভাষী এই গায়ক বরাবরই নিজের অভিমান বা অসন্তোষ প্রকাশ করতে পিছপা হন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ মুখ খোলেন শাহরুখ খানের ২১ বছর আগের হিট ছবি ‘ম্যায় হুঁ না’-র গান ‘গোরি গোরি’ নিয়ে। তাঁর দাবি, এই গানটি প্রথমে তাঁর গাওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত অনু মালিক নিজেই সেটি গেয়ে নেন। গলায় একরাশ ক্ষোভ নিয়ে অভিজিৎ বলেন, “অনু মালিকের গান রেকর্ডিং মানেই একরকম টেনশনের ব্যাপার। কারণ তিনি যেকোনও সময় বলে বসতে পারেন—এই গানটা দারুণ হয়েছে, আমি নিজেই গাইব। এটা একেবারে অদ্ভুত একরকম আবেগ।”

তিনি আরও জানান, “গোরি গোরি’ গানটি আমি আর কেকে গাইব বলে ঠিক হয়েছিল। কিন্তু পরে শুনি, গানটি ভাইসাব নিজের গলায় রেকর্ড করে ফেলেছেন। মুক্তির পর যখন শুনি, তখন তো আর কিছু বলার ছিল না।” এমনকি মজার ছলে তির্যক ভঙ্গিতে গানটির নাম তিনি ‘চোরি চোরি’ বলেও উল্লেখ করেন।

তবে এখানেই থেমে থাকেননি অভিজিৎ। ছবির আরেকটি জনপ্রিয় গান ‘তুমহেঁ জো ম্যায়নে দেখা’ নিয়েও তাঁর অভিমান রয়েছে। তিনি জানান, এই গানটির জন্য তাঁকে কোনও প্রস্তুতির সময় দেওয়া হয়নি। হঠাৎ একদিন শ্যুটিং সেটে ডেকে পাঠিয়ে তাঁকে গান রেকর্ড করতে এবং ডাব করতে বলা হয়। অভিজিৎ বলেন, “আমি গাইতে পারি বলেই হয়তো দ্রুত গেয়ে ফেলেছিলাম। কিন্তু যদি একটু সময় দেওয়া হতো, তাহলে গানটি আরও হৃদয়ছোঁয়া হতে পারত। এমনকি হয়তো আরও একটা কালজয়ী গান হতো।”


ভিডিও স্টোরি