নয়ের দশকের বলিউড মানেই একের পর এক হিট গান, আর সেই হিটলিস্টে বারবার উঠে এসেছে অভিজিৎ ভট্টাচার্যের নাম।
শেষ আপডেট: 13 May 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের বলিউড মানেই একের পর এক হিট গান, আর সেই হিটলিস্টে বারবার উঠে এসেছে অভিজিৎ ভট্টাচার্যের নাম। মেলোডির রাজপথে তাঁর যাত্রা বহুদিনের, কিন্তু স্পষ্টভাষী এই গায়ক বরাবরই নিজের অভিমান বা অসন্তোষ প্রকাশ করতে পিছপা হন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ মুখ খোলেন শাহরুখ খানের ২১ বছর আগের হিট ছবি ‘ম্যায় হুঁ না’-র গান ‘গোরি গোরি’ নিয়ে। তাঁর দাবি, এই গানটি প্রথমে তাঁর গাওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত অনু মালিক নিজেই সেটি গেয়ে নেন। গলায় একরাশ ক্ষোভ নিয়ে অভিজিৎ বলেন, “অনু মালিকের গান রেকর্ডিং মানেই একরকম টেনশনের ব্যাপার। কারণ তিনি যেকোনও সময় বলে বসতে পারেন—এই গানটা দারুণ হয়েছে, আমি নিজেই গাইব। এটা একেবারে অদ্ভুত একরকম আবেগ।”
তিনি আরও জানান, “গোরি গোরি’ গানটি আমি আর কেকে গাইব বলে ঠিক হয়েছিল। কিন্তু পরে শুনি, গানটি ভাইসাব নিজের গলায় রেকর্ড করে ফেলেছেন। মুক্তির পর যখন শুনি, তখন তো আর কিছু বলার ছিল না।” এমনকি মজার ছলে তির্যক ভঙ্গিতে গানটির নাম তিনি ‘চোরি চোরি’ বলেও উল্লেখ করেন।
তবে এখানেই থেমে থাকেননি অভিজিৎ। ছবির আরেকটি জনপ্রিয় গান ‘তুমহেঁ জো ম্যায়নে দেখা’ নিয়েও তাঁর অভিমান রয়েছে। তিনি জানান, এই গানটির জন্য তাঁকে কোনও প্রস্তুতির সময় দেওয়া হয়নি। হঠাৎ একদিন শ্যুটিং সেটে ডেকে পাঠিয়ে তাঁকে গান রেকর্ড করতে এবং ডাব করতে বলা হয়। অভিজিৎ বলেন, “আমি গাইতে পারি বলেই হয়তো দ্রুত গেয়ে ফেলেছিলাম। কিন্তু যদি একটু সময় দেওয়া হতো, তাহলে গানটি আরও হৃদয়ছোঁয়া হতে পারত। এমনকি হয়তো আরও একটা কালজয়ী গান হতো।”