শেষ আপডেট: 30th January 2025 14:43
দ্য ওয়াল ব্যুরো: অভিজিৎ ভট্টাচার্য তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন। সম্প্রতি, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করে তিনি নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। PTI সূত্রে খবর, অভিজিৎ দাবি করেছেন, মহাত্মা গান্ধী আসলে ভারতের জাতির জনক নন, বরং তিনি পাকিস্তানের জাতির জনক। এই মন্তব্যের পরেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনের একাংশ।
পুণের সমাজকর্মী মণীশ দেশপাণ্ডে অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, গায়ক অভিজিৎ গান্ধীজির অবমাননা করেছেন, এবং সেই মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। মণীশ দাবি করেছেন, অভিজিৎ গান্ধীকে অসম্মান করেছেন এবং এর ফলে সমাজে অশান্তি সৃষ্টি হয়েছে।
অভিজিৎ এও মন্তব্য করেছিলেন যে, পৃথিবীজুড়ে ভারত বরাবরই উপস্থিত ছিল, কিন্তু পাকিস্তান ভুলভাবে সৃষ্টি হয়েছে। তাঁর মতে, মহাত্মা গান্ধীই এই বিভাজনের জন্য দায়ী। এমনকি, অন্য এক সাক্ষাৎকারে তিনি গান্ধীকে সঙ্গীতের জগতে আরডি বর্মন সঙ্গে তুলনা করেছিলেন, বলেন যে আরডি বর্মন ছিলেন সঙ্গীতের ‘জাতির জনক’ যেমন গান্ধী ছিলেন ভারতীয় জাতির জনক।
এফআইআর নিয়ে পুলিশ আধিকারিকরা জানিয়েছে যে, এখনও আনুষ্ঠানিক অভিযোগ তাঁদের কাছে পৌঁছায়নি। তবে মণীশ দেশপাণ্ডের আইনজীবী বলেছেন, অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য তাঁদের দাবি রয়েছে।