বাঙালি গায়িকা মানসী ঘোষের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান অভিজিৎ
শেষ আপডেট: 3rd January 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: নেহা কক্করকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। শিল্পীদের বিয়েবাড়িতে অর্থের বিনিময় গান গাওয়া নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, 'বিয়ে বাড়িতে গান গাইলে নিজেদের স্টেটাস নষ্ট হয়ে যায়। এক কোটি টাকা উপার্জন করা আর এক কোটি টাকাতে না বলার মধ্যে বিস্তর ফারাক আছে। আমি হলে কখনও এরকম করব না, করিনি।" এবার তার বলা এই মন্তব্যেরই খেসারত দিতে হল তাঁকে! বাঙালি প্রতিযোগীই সেই প্রসঙ্গ টেনে জোর খোঁচা দিলেন অভিজিৎকে! কী ঘটেছে?
ইন্ডিয়ান আইডল ১৫তে বিশেষ বিচারক হয়ে হাজির হয়েছিলেন অভিজিৎ। সেখানেই বাঙালি গায়িকা মানসী ঘোষের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান অভিজিৎ। তাঁকে প্রশংসা করতে যাবেন ঠিক তখনই বোমা ফাটান মানসী।
সরাসরি অভিজিৎকে প্রশ্ন করেন, বিয়েবাড়িতে শিল্পীদের গান গাওয়া নিয়ে তাঁর কী বক্তব্য? খানিক অপ্রস্তুতে পড়ে যান অভিজিৎ। যদিও নিজেকে সামলে নিয়ে মুখ খোলেন তিনি।
তাঁকে বলতে শোনা যায়, "আমায় আর কত বকা দেবে তোমরা? একটা সত্যি কথা বলব? আমি আমার নিজের বিয়েতেও গাইনি, কারণ পরিবেশ ভাল ছিল না। আর আমি গাইছি না দেখে আমার শ্বশুরমশাই আমার স্যুট সেলাইয়ের টাকা দিতেও অস্বীকার করেন। বিয়েবাড়িতে এমন গান হওয়া উচিৎ যা তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে।" এর পরেই মানসীর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, 'তোমার বিয়েতে কিন্তু আমি গাইব। ব্যান্ড নিয়ে পারফর্ম করব।"
প্রসঙ্গত, 'ইন্ডিয়ান আইডল'-এর স্পেশ্যাল এপিসোডে হাজির ছিলেন অনেক নামী শিল্পী। এদের মধ্য্যে রয়েছেন সাধনা সরগম, ললিত পন্ডিত সহ অনেকেই। প্রতিবারের মতো এবারেও এই শো আলো করে আছে বেশ কয়েকজন বাঙালি প্রতিযোগী। শেষ হাসি হাসবে কে, এখন শুধু সেটাই দেখার।