Latest News

দরদাম করে আদরের খুকুকে সানগ্লাস কিনে দিলেন প্রসেনজিৎ! হাতিবাগানের ফুটপাতে হঠাৎ হইচই

দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার রাস্তা (Aay Khuku Aay)। হাতিবাগানের চেনা ফুটপাত। সেই রাস্তায় রবিবার সাতসকালে হঠাৎ হইহই রইরই কাণ্ড! রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। সঙ্গে তাঁর ‘মেয়ে’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রবিবার লাইভ করে হাতিবাগানের ফুটপাতের এই কাণ্ড দেখিয়েছেন। সেই লাইভে দেখা গেছে রাস্তার ধার দিয়ে হাঁটছেন প্রসেনজিৎ, তাঁর সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া (Aay Khuku Aay)। প্রসেনজিতের কাছে তিনি এক অদ্ভুত বায়না জুড়েছেন। ফুটপাতের দোকান থেকে তাঁকে একটা সানগ্লাস কিনে দিতেই হবে!

আরও পড়ুন: দার্জিলিংয়ে ওটিটি ডেবিউ হচ্ছে করিনার! সঙ্গে আছেন সইফ, তৈমুরও, দেখুন ছবি

আসলে সৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay) ছবিতেই একসঙ্গে কাজ করছেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া। ছবির প্রযোজক জিৎ। এই ছবিতে দিতিপ্রিয়া প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। আজই সকালে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। বাবা আর মেয়ের জীবন সংগ্রামের গল্প ট্রেলারে একেবারে জমে উঠেছে। তার আগে প্রসেনজিতের এমন লাইভ দেখে চোখ ছানাবড়া ভক্তদের।

টলিউডের তারকাদের এমনভাবে খোলামেলা রাস্তায় হাঁটাচলা করতে দেখা যায় না সচরাচর। প্রোমোশনের জন্যেই এভাবে হাতিবাগানের ফুটপাতে হেঁটেছেন তাঁরা। আদরের খুকুকে দরদাম করে সানগ্লাস কিনেও দিয়েছেন প্রসেনজিৎ। সবটাই দেখা গেছে অভিনেতার ফেসবুক লাইভে। এই লাইভের পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ আরও কয়েকগুণ বেড়ে গেল, বলাই বাহুল্য।  

লাইভ ভিডিওটি দেখে নিন (Aay Khuku Aay):

দেখুন ‘আয় খুকু আয়’ ছবির ট্রেলার:

You might also like