শেষ আপডেট: 3rd February 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের বয়স মাত্র ১৩। কিন্তু তাঁকে নিয়েই রটছে মিথ্যে খবর। যা যথেষ্ট বিভ্রান্তিকরও বটে। বিভিন্ন ওয়েবসাইটে আরাধ্যায় (Aaradhya Bachchan) স্বাস্থ্য সম্পর্কিত মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য সরিয়ে ফেলতে দিল্লি হাইকোর্টে ফের এক নতুন আবেদন দায়ের হল।
নির্দিষ্ট আবেদনে, হাইকোর্টের জারি করা পূর্ববর্তী আদেশের ফলো আপ। এর আগেও আরাধ্যা (Aaradhya Bachchan) তার আবেদনে সার্চ ইঞ্জিন জায়ান্ট, গুগল, এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন বলিউড টাইমস এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত এবং তা সরিয়ে ফেলার উল্লেখ ছিল।
আদালতের পূর্ববর্তী নির্দেশ সত্ত্বেও, বেশ কয়েকটি ওয়েবসাইটে আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কিত ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করে আরাধ্যা। আরও একবার বিষয়টিকে খতিয়ে দেখতে এই পরের আবেদনটি দায়ের করা হয়। শুনানির সময়, কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চনের নাতনির (Aaradhya Bachchan) দায়ের করা, এই নতুন আবেদনের পরে হাইকোর্ট, গুগলকে একটি নোটিস জারি করেছে।
২০ এপ্রিল, ২০২৩-এ, হাইকোর্ট ইতিমধ্যেই ইউটিউবকে আরাধ্যাকে গুরুতর অসুস্থ হিসাবে দেখানো একাধিক ভুয়ো ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়।এই বিভ্রান্তিমূলক এবং ক্ষতিকারক ভিডিওগুলো ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং সে কারণে উদ্বেগও প্রকাশ করে অভিষেককন্যা। আদালতের রায়ে বলা হয়েছে, প্রত্যেকটি ব্যক্তি, তাঁদের সেলিব্রিটি স্ট্যাটাস নির্বিশেষে, মর্যাদার অধিকারী। বিশেষ করে যখন প্রশ্ন ওঠে শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে। আইনি লড়াইয়ে অনলাইনে ভুল তথ্য এবং ব্যক্তির গোপনীয়তা ও মর্যাদার অধিকার লঙ্ঘন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেছে।
আদালতের পূর্ববর্তী আদেশ থাকা সত্ত্বেও, এ ধরনের ঘটনা ধটেই চলেছে, আর এ কারণেই আরাধ্যা আরও একবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিল। শিশুরা, বিশেষ করে যারা লাইমলাইটে রয়েছে, তারা যাতে ক্ষতিকারক, ভুল তথ্য কিংবা শোষণের শিকার না হয় তা নিশ্চিত করার পক্ষে এই মামলাটি আবারও দৃষ্টি আকর্ষণ করল৷