শেষ আপডেট: 22nd March 2019 17:00
মধুরিমা রায়
লস অ্যাঞ্জেলসে রিইউনিয়নের গল্প জমে গেল। কলকাতার বন্ধুরা মেতে উঠলেন সেখানে। ভ্রমণের গল্প, আড্ডার মেজাজ টার্ন নিল থ্রিলারে। বন্ধুরা---- ঋষি কৌশিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী রায়, দেবশ্রী রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়। এঁদের সঙ্গে যোগ দেন দেব বিশ্বাস, স্বাগত ঘোষ, অস্মিতা ভাদুড়ি, উজ্জ্বল চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, পলি চ্যাটার্জি । পরিষ্কার করে বললে, গোটা একটা বাংলা ছবি তৈরি হল আমেরিকায়। প্রবাসী বাঙালি প্রযোজক রূপক চ্যাটার্জীর ব্রেন চাইল্ড এই ছবিটি। গল্পটির চিত্রনাট্য কৌশানী মিত্রের। আর দ্বিতীয়বার সিলভার স্ক্রিনের জন্য পরিচালনার দায়িত্বে দেবপ্রতিম দাশগুপ্ত। আমেরিকায় তৈরি বিদেশের ছবি। নিখাদ বাংলা ভাষার ছবি ‘আর একটা রূপকথা’।