Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সুশান্তের মৃত্যুতে এখনও অধরা কারণ! পাঁচ বছর পর আদালতে জমা হল রিপোর্ট, জানালেন বোন শ্বেতামহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকেরWTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠকে বক্সী-ফিরহাদ, কেষ্টকে মাথা ঠান্ডা রাখার পরামর্শWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরো

'নাটু নাটু' জিতেছে গোল্ডেন গ্লোব, দমফাটা হাসির ভিডিও দিয়ে শুভেচ্ছা আপের, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের শুরুতেই সুখবর ভারতীয় সিনেমাজগতে। হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব (Golden Globe Awards) ছিনিয়ে এনেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ (RRR) ছবির গান 'নাটু নাটু'। যার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসে গিয়েছে

'নাটু নাটু' জিতেছে গোল্ডেন গ্লোব, দমফাটা হাসির ভিডিও দিয়ে শুভেচ্ছা আপের, দেখুন ভিডিও

শেষ আপডেট: 11 January 2023 13:48

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের শুরুতেই সুখবর ভারতীয় সিনেমাজগতে। হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব (Golden Globe Awards) ছিনিয়ে এনেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ (RRR) ছবির গান 'নাটু নাটু'। যার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসে গিয়েছেন নির্মাতারা। বলিউড থেকে টলিউড - প্রশংসায় পঞ্চমুখ সকলে। শুভেচ্ছা এসেছে রাজনীতির জগত থেকেও। আম আদমি পার্টি (AAP) টুইটে 'নাটু নাটু' নিয়ে একটি মজাদার পোস্ট করেছে।

ওই পোস্টে একটি ছবি ও একটি ভিডিও রয়েছে। প্রথমটিতে রয়েছেন এমএম কিরাভানি। গোল্ডেন গ্লোব হাতে মঞ্চে দাঁড়িয়ে তিনি। আর দ্বিতীয়টিতে রয়েছে 'নাটু নাটু' গানের ভিডিও। তবে এখানেই রয়েছে চমক। ভিডিওটিতে রামচরণ ও জুনিয়র এনটিআরের বদলে দেখা যাচ্ছে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে।

যেভাবে ভিডিওটি এডিট করে আপের তরফে পোস্ট করা হয়েছিল, তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। সবাইকে হাসানোর জন্য এমনভাবে ভিডিওটি বানানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে বর্তমান সময়ে রাজনীতি নিয়ে জনমানসে এমন ধারণা তৈরি হয়েছে যে, সেখান থেকে হাসি মজার বিষয়টিই ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। আপ যেন নিজেদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করে খানিক হাস্যরস জোগালো।

অন্যদিকে 'আরআরআর'-এর গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "আরআরআর-এর টিমকে শুভেচ্ছা, এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত।"

সারা বিশ্বকে নাচাল ‘নাটু-নাটু’, সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব ছিনিয়ে আনল রাজামৌলির ‘আরআরআর’


ভিডিও স্টোরি