শেষ আপডেট: 18th February 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: আমির খানের আগামী ছবি 'সিতারে জমিন পর'-এর ক্লাইম্যাক্স দৃশ্য শ্যুট হয়েছে গুজরাটের ভাদোদরায়। এই ছবিতে ১৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে আমির ও দর্শিল সাফারিকে। ছোট্ট ঈশানের কাহিনি যেভাবে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল, এবার সেই গল্পই এগবে তরুণ ঈশানের জীবনের দিক থেকে। বড়দিনে মুক্তি পেতে চলা এই ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ শ্যুট হয়েছে গুজরাটে, আর সেই কারণেই এই রাজ্যের প্রতি এক আলাদা টান অনুভব করছেন আমির।
গুজরাট সফরে নিজের পুরনো স্মৃতির ঝুলি খুলে ফেলেন তিনি। বলেন, 'খুব ছোটবেলায় বাবার সঙ্গে এসেছিলাম গুজরাটে। বাবার অনেক ছবির শ্যুটিং এখানে হয়েছে। এত বছর পর ফিরে এসে দেখছি, কত কিছু বদলে গেছে! রাস্তাঘাট, বাড়িঘর, শহরের পরিবেশ— সব পাল্টে গেছে। যখন প্রথম এখানে এসেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। এখন প্রতি বছর একটু একটু করে বদলাচ্ছে শহরটা।'
নতুন সিনেমা নিয়ে আমির বলেন, 'আগের গল্পটা দর্শকদের আবেগে ভাসিয়েছিল, কিন্তু সিতারে জমিন পর সবাইকে হাসাবে। এটা পুরোপুরি এক অন্যরকম গল্প।' ছবিতে আমির ও দর্শিল ছাড়াও অভিনয় করছেন জেনেলিয়া ডিসুজা, শাহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাহুল কোহলি, আরবাজ খান, সোনালী কুলকার্নি, আর বিশেষ চরিত্রে দেখা যাবে আমিরের দিদি নিখত খানকে।
আমিরের কথায়, 'ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ক্যামিয়ো চরিত্রে রয়েছি।' সূত্রের খবর, এই ছবিতে আমির ছাড়াও রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এই প্রথম তাঁরা কোনও ছবিতে জুটি বাঁধতে চলছেন। এ ছাড়াও নিজের প্রযোজনা সংস্থার অধীনে ‘অতি সুন্দর’ ছবিতেও ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন আমির। বড়দিনের মুক্তি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, ১৬ বছর পর আবারও আমির-দর্শিল জুটি দর্শকদের মন জয় করতে পারে কি না!