শেষ আপডেট: 15th March 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: সদ্য ৬০ বছর পূর্ণ করলেন আমির খান। জন্মদিনের বিশেষ মুহূর্তে সামনে আনলেন তাঁর জীবনের নতুন অধ্যায়—গত দেড় বছর ধরে সঙ্গী হয়ে থাকা গৌরী স্প্রাটকে। এতদিন তাঁদের সম্পর্ক গোপনই ছিল, তবে এবার নিজেই গৌরীর সঙ্গে থাকার কথা স্বীকার করলেন আমির। মজার ছলে বললেন, “আমার বাড়ির ওপর পাপারাজ্জিদের নজর বোধহয় একটু কম!”
গৌরীর কথা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও। সেটি ইরফান খানের বিবাহবার্ষিকীর, যেখানে কেক কাটছেন ইরফান ও তাঁর স্ত্রী। উপস্থিত ছিলেন আমির, কিরণ রাও, গৌরী স্প্রাট, সচিন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী। সে সময় গৌরীর পরিচয় কেউ জানতেন না, কিন্তু আমিরের ঘোষণার পর সেই ভিডিও নতুন করে চর্চায় এসেছে।
View this post on Instagram
কে এই গৌরী স্প্রাট?
তামিল মা ও আইরিশ বাবার সন্তান গৌরীর শিকড় অনেক গভীরে—তাঁর দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বেঙ্গালুরুতে আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করেন তিনি, পাশাপাশি মুম্বইয়ে তাঁর নিজস্ব একটি স্যালোঁও রয়েছে। আমির জানান, তাঁরা পরস্পরকে চেনেন ২৫ বছরেরও বেশি সময় ধরে, কিন্তু তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে দেড় বছর আগে।
View this post on Instagram
কয়েক মাস আগেই আমির গৌরীর সঙ্গে তাঁর পরিবারের পরিচয় করিয়ে দিয়েছেন এবং পরিবারের সবাই অভিনেতার এই সম্পর্ক মেনে নিয়েছেন। এমনকি, জন্মদিনের কিছুদিন আগেই সলমান খান ও শাহরুখ খানের সঙ্গে গৌরীর পরিচয় করিয়েছেন আমির। একসঙ্গে বসে ডিনার করেছেন তিন বন্ধু ও আমিরের নতুন সঙ্গী। বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেতাকে। এই প্রসঙ্গে আমির সোজাসাপটা উত্তর দিলেন, “৬০ বছর বয়সে বিয়ে করা শোভা পায় না। তবে আমরা একসঙ্গে রয়েছি, এবং পুরোপুরি কমিটেড।”
১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির। তাঁদের দুই সন্তান—জুনেইদ ও আয়রা। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কিরণের সঙ্গে ১৬ বছর কাটানোর পর ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান আজাদ। সম্প্রতি মেয়ের বিয়ে দিয়ে বাবা হিসেবে দায়িত্ব পালন করেছেন আমির। আর এখন জীবনের নতুন অধ্যায়ে গৌরীর সঙ্গেই পথ চলছেন তিনি।