শেষ আপডেট: 13th January 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আমির খানের কন্যা ইরা খান। গত ১০ জানুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে করেছেন আমির খান কন্যা। শনিবার মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে হচ্ছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। যেখানে মেনু থেকে পার্টির সজ্জা সবেতেই রয়েছে চমক।
এদিন মুম্বইয়ের রিসেপশনে উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা। আমন্ত্রিত রয়েছেন প্রায় ২৫০০ জন অতিথি। বিটাউন সূত্রের খবর, ইন্ডাস্ট্রির সিংহভাগ তারকাকে আমির খান নিজে আমন্ত্রণ জানিয়েছেন। সেই তালিকায় যেমন রয়েছেন বলিউডে তাঁর আরও দুই বন্ধু শাহরুখ খান, সলমন খান তেমনই আম্বানি, কাপুর ভাট, দেওল পরিবারও।
রিসেপশনে কনেপক্ষ হিসেবে আমন্ত্রণ কার কাছে না গেছে! অজয় দেবগণ, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, করিনা কাপুর খান, জুহি চাওলা, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার সহ প্রায় সকলেই হাজির থাকবেন ইরা-নুপূরের রিসেপশনে। থাকবেন রাজনৈতিক ময়দানের একাধিক ব্যক্তিত্বরাও। উদয়পুর থেকে ফেরার পথে দিল্লির নেতামন্ত্রীদের আমির খান নিজে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন বলেও বলিউড সূত্রের খবর।
অতিথিদের স্বাগত জানাতে খান পরিবার একটি বিশেষ মেনু কোর্স প্রস্তুত করেছে। এতে গুজরাতি-মারাঠি পদ মিলিয়ে ৯ টি ভিন্ন রাজ্যের এলাহি খাবার। তবে সেই তালিকায় প্রাধান্য পাবে লখনউ এবং মারাঠি রকমারি পদ। এখানেই শেষ নয়, অতিথিদের আমোদ-প্রোমোদের জন্য জাঁকজমকপূর্ণ গান-বাজনার আয়োজনও করা হয়েছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা তাই 'মিস্টার পারফেক্টশনিস্ট কোনও খামতি রাখতে চাননি।