শেষ আপডেট: 12th March 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: আমির (Aamir Khan) খানের সঙ্গে বসে জাভেদ আখতার। অনেকক্ষণের এক আড্ডায় সিনেপ্রেমীদের সঙ্গে বেশ কিছু স্মৃতিমেদুর মুহূর্ত ভাগ করে নেন দু’জনেই। সান্ধ্য আড্ডার সেই মুহূর্তে আমির (Aamir Khan) বললেন পরিচালক রাজকুমার হিরানি তাঁকে ‘থ্রি ইডিয়টস’ (২০০৯) এবং ‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩) এর পরে একটি ছবিতে অভিনয় করার কথা বলেছিলেন।
তবে, পরের দিকে রাজকুমার স্ক্রিপ্টে বেশ কিছু পরিবর্তন আনেন। শেষমেশ ছবিটি ‘লগে রহো মুন্না ভাই’তে বদলে যায়। আমির (Aamir Khan)এ কথা বলে থেমে থাকেননি এবং দর্শকদের মূল চিত্রনাট্যটির সম্পর্কে খোলসা করেন। তিনি বলেন, ‘ছবিটি স্বাধীনতার আগের এক প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। ছবির মুখ্য চরিত্র ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং গান্ধীবাদী। লাঠিচার্জের সময়, সে গুরুতর আহত হয় এবং কোমায় চলে যায়। প্রায় ৪০-৪৫ বছর পরে সে কোমা থেকে ফিরে আসে। পৃথিবী বদলে গিয়েছে, কিন্তু সেই ব্যক্তি কিছুই জানে না। সে জানে না গান্ধীজিকে হত্যা করা হয়েছে। সে এখনও ৪০ এর দশকের মাঝামাঝি এক সময়ে আটকে রয়েছে। সেই কারণেই তার গান্ধীজির সঙ্গে কথা বলে।’
গোটা আউইডিয়াটি বেশ অন্যধরণের ছিল এবং অনেকের মনে হয়েছিল, যে এটা নিয়ে ছবি হওয়া উচিত। তবে এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঠিক এই বিষয়ে একটি গুজরাটি ফিল্ম তৈরি হয়েছে। ছবির নাম 'বাপু ক্যান ছে?'। ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র গোহিল (‘১০২ নট আউট’ এবং ‘বিজয় সিক্সটি নাইন’খ্যাত অভিনেতা), অবনী মোদী (‘ক্যালেন্ডার গার্লস’ খ্যাত অভিনেত্রী), মিহির ভুটা এবং অন্যান্যরা।
এটি এমন একজনের গল্প, যে মহাত্মা গান্ধীর সঙ্গে কাজ করে এবং গান্ধীজিকে হত্যার পর, স্ট্যাম্পেডের ঘটনায় আহত হয়। এবং কোমায় চলে যায়। বর্তমান সময়ে সে কোমা থেকে ফেরত আসে, এবং গান্ধীজির সঙ্গে দেখা করতে চায়। এমন সময়ে তার পরিবার এবং প্রিয়জনরা তখন, শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতো নয়, বরং পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল এবং অন্যান্যরা যেভাবে পোশাক পরতেন, ঠিক তেমনভাবে সেজে তার সামনে উপস্থিত হতে থাকে।
কিন্তু দুঃখের বিষয় হল, 'বাপু ক্যান ছে?' কখনও মুক্তিই পায়নি। অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরা ২০১৬ সালের অনেক আগেই সংবাদমাধ্যমে এই ছবি নিয়ে প্রমোশন করে। এবং ঠিক হয় ২০১৭ সালে সিনেমা হলে আসবে। কিন্তু তা হয়নি। ছবিটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন পঙ্কজ ত্রিবেদী, যিনি ‘অপনা স্বপ্না মানি মানি’, ‘দ্য টিভি শো’ 'ওয়াগলে কি দুনিয়া’র মতো ছবি লিখেছিলেন।