শেষ আপডেট: 27th January 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: এ খবর পুরনো। ‘সিতারে জমিন পর’ ছবির মাধ্যমেই মিস্টার পারফেকশনিস্ট ফিরতে চলেছেন প্রেক্ষাগৃহে। সঙ্গে এও জানা গেল যে অপেক্ষা আরও দীর্ঘায়িত হবে। রোববার ভাদোদরার স্ট্যাচু অফ ইউনিটির সামনে উপস্থিত হন বলিউড সুপারস্টার আমির খান। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অভিনেতা। (Aamir Khan, Aamir Khan actor)
সেখানেই বহুল প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’ সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন আমির। ছবির টাইটেল শুনেই বোঝা যায়, যে ছবিটির প্রাথমিক লক্ষ্য ‘তারে জমিন পর’-এর ফ্র্যাঞ্চাইজিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তবে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমির বিশেষ কিছু না বললেও ফ্যানদের বেশ কিছু খবর দিয়েছেন।
‘তারে জমিন পর’-এর সিকোয়েল হল ‘সিতারে জমিন পর’, সেই ছবির ক্লাইম্যাক্সের শুটিং হয় ভদোদরাতেই’, বলেন আমির। এটা শোনার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে তামাম দর্শক। তবে এখানেই থামেননি আমির। বললেন, ‘মুখ্য অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’। ২০২৫-এর শেষের দিকে, বড়দিনে আশা করছি ছবিটি রিলিজ করবে। বেশ এন্টারেটেনিং ছবি। গল্প আমার বেশ পছন্দের। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে,’।
ভারতের পশ্চিমে অবস্থিত রাজ্য গুজরাত। বৈচিত্র্যময় এবং ঐতিহাসিক এই গুজরাত বিভিন্ন কারণে আমিরের মনে বিশেষ স্থান হয়ে থেকেছে। কেন গুজরাত সবসময় তাঁর মনের কাছের এক রাজ্য, তা নিয়েও কথা বলেন আমির। বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, মনে আছে, বাবার অনেক ছবির শুটিং গুজরাতে হতো। আমি তখন খুব ছোট, এখানে আসতাম। আজ, সেই সমস্ত স্মৃতি ফিরে ফিরে আসছে’।
প্রসঙ্গত, ‘তারে জমিন পর’-এর অসাধারণ সাফল্যের পর, এখন সিকোয়েল তৈরির মাধ্যমে এটিকে একটি ফ্র্যাঞ্চাইজির রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির (Aamir Khan, Aamir Khan actor)। এই ফিল্মের দিকে চোখ রয়েছে ফিল্ম সমালোচকদের। কারণ আমির অভিনীত ‘লাল সিং চড্ডা’র বিপর্যয়ের পর প্রেক্ষাগৃহে আমির খানের কামব্যাক ছবি হতে পারে‘তারে জমিন পর’।