আমদাবাদের বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি।
কী বলছেন শাহরুখ-আমির?
শেষ আপডেট: 12 June 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি। বিমানের ১২ কর্মী-সহ ২৪২ জনেরই মৃত্যুর হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে শোকপ্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। শোকের আবহে শো বাতিল করেছেন সলমন খান। চুপ নেই আমির খান ও শাহরুখ খানও। কী বলছেন তাঁরা?
আমিরের সহাকারী দল প্রকাশ করেছে এক বিশেষ বিবৃতি। তাতে লেখা, ঘটনায় একেবারেই ভেঙে পড়েছেন আমির। সেখানে বলা হয়েছে, "মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে আছি। এই বিধ্বংসী ঘটনার দ্বারা প্রভাবিত ব্যক্তি, সম্প্রদায়ের প্রতি একাত্মতা অনুভব করছি। ভারত, তুমি শক্তিশালী থেকো।"
অন্যদিকে শাহরুখ খান লেখেন, "মন ভেঙে চুরমার হয়েছে যাচ্ছে। এই ঘটনায় জীবন্ত বলি হওয়া মানুষগুলোর পাশে রয়েছি।"
শুধু তিন খানই নন, ঘটনায় পরিণীতা চোপড়া থেকে জাহ্নবী কাপুর, সানি দেওল সকলেই শোকপ্রকাশ করেছেন। প্রসঙ্গত, দুর্ঘটনা প্রসঙ্গে এদিকে এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ ১২ জুন ২০২৫, ফ্লাইট AI171, আমদাবাদ-লন্ডন গ্যাটউইক রুটে চলাকালীন একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। সমস্ত তথ্য দ্রুত ওয়েবসাইট ও অফিসিয়াল X হ্যান্ডেলে শেয়ার করা হবে।'