আমির খানের ছবি ‘দঙ্গল’ ভারতে মুক্তি পেলেও পাকিস্তানে কখনও মুক্তি পায়নি। সম্প্রতি ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা।
আমির খান
শেষ আপডেট: 14 June 2025 11:17
দ্য ওয়াল ব্যুরো: আমির খানের ছবি ‘দঙ্গল’ ভারতে মুক্তি পেলেও পাকিস্তানে কখনও মুক্তি পায়নি। সম্প্রতি ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। জানান, পাকিস্তানের সেন্সর বোর্ড ছবির দুই গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দিতে বলেছিল—যেখানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই শর্ত মানতে রাজি হননি আমির।
আমির বলেন, “২০১৬ সালে যখন ‘দঙ্গল’ মুক্তি পেল, তখন ডিজনি ছিল ছবির প্রযোজকদের অন্যতম। পাকিস্তানের সেন্সর বোর্ড জানায়, জিতা ফোগতের ম্যাচ জয়ের দৃশ্যে জাতীয় পতাকা এবং সঙ্গীত বাদ না দিলে তারা ছবি মুক্তি দেবে না। আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিই, ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে না। ওরা বলেছিল এতে ব্যবসায় ক্ষতি হতে পারে। কিন্তু আমি বলেছিলাম, কেউ যদি আমাদের পতাকা আর সঙ্গীত বাদ দিতে বলে, আমি কোনওভাবেই তা মেনে নেব না।”
প্রসঙ্গত, ২০২৪ সালের এপ্রিল মাসে পহেলগামের বাইসারান উপত্যকায় পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিরীহ নাগরিক নিহত হন। সেই ঘটনার পর থেকেই ভারতে পাকিস্তানি অভিনেতাদের নিষিদ্ধ করা হয়। কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করে ওটিটি ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে পাকিস্তানি উৎসবিষয়ক সমস্ত কনটেন্ট (ওয়েব সিরিজ, গান, সিনেমা, পডকাস্ট) অবিলম্বে বন্ধ করতে বলে। সেই সঙ্গে নিষিদ্ধ হয় পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও।
এছাড়া, ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়েও বক্তব্য রাখেন আমির খান। তিনি বলেন, “অপারেশন সিঁদুর-এর বীর সেনানিদের স্যালুট জানাই। আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্ব ও দেশের প্রতি তাঁদের দায়বদ্ধতাকে কুর্নিশ। এই নেতৃত্ব ও সংকল্পের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। জয় হিন্দ।”