Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Aamir Khan Dangal Pakistan Ban

'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেই

আমির খানের ছবি ‘দঙ্গল’ ভারতে মুক্তি পেলেও পাকিস্তানে কখনও মুক্তি পায়নি। সম্প্রতি ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। 

'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেই

আমির খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 11:17

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের ছবি ‘দঙ্গল’ ভারতে মুক্তি পেলেও পাকিস্তানে কখনও মুক্তি পায়নি। সম্প্রতি ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। জানান, পাকিস্তানের সেন্সর বোর্ড ছবির দুই গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দিতে বলেছিল—যেখানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই শর্ত মানতে রাজি হননি আমির।

আমির বলেন, “২০১৬ সালে যখন ‘দঙ্গল’ মুক্তি পেল, তখন ডিজনি ছিল ছবির প্রযোজকদের অন্যতম। পাকিস্তানের সেন্সর বোর্ড জানায়, জিতা ফোগতের ম্যাচ জয়ের দৃশ্যে জাতীয় পতাকা এবং সঙ্গীত বাদ না দিলে তারা ছবি মুক্তি দেবে না। আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিই, ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে না। ওরা বলেছিল এতে ব্যবসায় ক্ষতি হতে পারে। কিন্তু আমি বলেছিলাম, কেউ যদি আমাদের পতাকা আর সঙ্গীত বাদ দিতে বলে, আমি কোনওভাবেই তা মেনে নেব না।”

প্রসঙ্গত, ২০২৪ সালের এপ্রিল মাসে পহেলগামের বাইসারান উপত্যকায় পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিরীহ নাগরিক নিহত হন। সেই ঘটনার পর থেকেই ভারতে পাকিস্তানি অভিনেতাদের নিষিদ্ধ করা হয়। কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করে ওটিটি ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে পাকিস্তানি উৎসবিষয়ক সমস্ত কনটেন্ট (ওয়েব সিরিজ, গান, সিনেমা, পডকাস্ট) অবিলম্বে বন্ধ করতে বলে। সেই সঙ্গে নিষিদ্ধ হয় পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও।

এছাড়া, ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়েও বক্তব্য রাখেন আমির খান। তিনি বলেন, “অপারেশন সিঁদুর-এর বীর সেনানিদের স্যালুট জানাই। আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্ব ও দেশের প্রতি তাঁদের দায়বদ্ধতাকে কুর্নিশ। এই নেতৃত্ব ও সংকল্পের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। জয় হিন্দ।”


ভিডিও স্টোরি