শেষ আপডেট: 12th March 2025 21:09
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাট সম্প্রতি এক ভিডিয়ওতে এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন, যা দেখে দর্শকদের মনে চরম কৌতূহল জেগেছিল। ভিডিওতে দেখা গিয়েছিল এক বিশাল পোস্টার, যেখানে আমির খান এবং রণবীর কাপুরের ছবি ছিল, আর নিচে বড় বড় করে লেখা ছিল 'AK vs RK'। স্বাভাবিকভাবেই এই পোস্টার ঘিরে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ভেবেছিলেন হয়তো কোনও নতুন সিনেমার ঘোষণা আসছে, কেউ কেউ আবার মিউজিক ভিডিয়োর সম্ভাবনার কথাও বলেছিলেন।
অবশেষে ১২ মার্চ সেই রহস্যের পর্দা ওঠে। আলিয়া একটি মজার ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় এক দুর্দান্ত হাস্যকর বিজ্ঞাপন। 'AK vs RK' কোনও সিনেমা নয়, এটি জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন।
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ আমির খানের কাছে ছবি তোলার অনুমতি চান। কিন্তু মজাটা শুরু হয় যখন ঋষভ বলেন, তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান! মজার ছলে আমির বলেন, 'শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে!' এরপর রণবীরের সঙ্গে দেখা হতেই আমির ভুল করে তাঁকে 'রণবীর সিং' বলেন।
এতেই শুরু হয় আসল ঝামেলা! রণবীর রেগে গিয়ে বলেন, 'আমি কীভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সলমন বলি?' আমির মজার ছলে উত্তর দেন, 'সলমন বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বলো না!' ঠিক তখনই পিছন থেকে আরবাজ খান বলে ওঠেন, 'সোহেল বললেই পারতে!'
এখানেই শেষ নয়। রণবীর রাগ সামলাতে ওয়াশরুমে গিয়ে বলেন, 'উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!' পাশে দাঁড়ানো জ্যাকি শ্রফ তখন তাঁর আইকনিক ডায়লগে বলেন, 'বিরু, টিসু দাও... ইস্যু দিও না!' শেষে আমির খান বলেন, 'এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!' আর তা শুনেই রণবীর চিৎকার করে বলেন, 'আমি শুনতে পাচ্ছি, কালা নই!'
এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিয়োতে মজা, নাটক আর রসিকতার ফুল প্যাকেজ দেখা গিয়েছে। নেটিজেনদের মধ্যে এই বিজ্ঞাপন দারুণ সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে লিখেছেন, 'অসাধারণ লাগল!' কেউ বলেছেন, 'আন্দাজ আপনা আপনা-র ফ্লেভার ফিরে পেলাম!' কেউ আবার মজা করে লিখেছেন, 'আজকাল ক্রিকেটাররাও দারুণ অভিনয় করেন!'