‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তির পরই আমির খানের চুপ থাকা নিয়ে সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় উঠছে বয়কটের ডাক।
‘সিতারে জমিন পর’
শেষ আপডেট: 14 May 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালের হিট ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। আর সেই ট্রেলার নিয়েই তুমুল বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা আমির খান। ছবির ট্রেলার ঘিরে যেমন উত্তেজনা তৈরি হয়েছিল, তেমনই শুরু হয়েছে সমালোচনার ঢেউ। সোশ্যাল মিডিয়ায় বহু নেটিজেন এই ছবিকে বয়কট করার ডাক দিয়েছেন।
তাঁদের দাবি, বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে যখন অনেক তারকাই সেনার প্রতি সমর্থন জানাচ্ছেন, তখন আমির খানের নীরবতা প্রশ্ন তুলছে। একজন নেটিজেন লিখেছেন, “দেশ আগে, বলিউড পরে। যাঁরা দেশের সেনার জন্য একটি কথাও বলেন না, তাঁদের ছবি আমরা দেখব না।”
তবে বিতর্কের মাঝেও রয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। অনেকেই ট্রেলারের প্রশংসা করে জানিয়েছেন, ছবির বিষয়বস্তু যথেষ্ট স্পর্শকাতর এবং সমাজমুখী। অনেকের মতে, ‘তারে জমিন পার’-এর মতোই এই ছবিও মানুষের হৃদয়ে দাগ কাটবে। আমির খান এই সমালোচনার মুখে কী প্রতিক্রিয়া দেবেন, তা এখন দেখার। তবে ট্রেলার মুক্তির পরই স্পষ্ট, ‘সিতারে জমিন পর’ মুক্তির আগেই বিতর্কে উত্তপ্ত বলিউড।