শেষ আপডেট: 15th March 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে তিন খান! এও সম্ভব? তবে কি পুরনো মনোমালিন্য ভুলে তিনজনে একই ছবিতে অভিনয় করতে চলেছেন?
সম্প্রতি অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে শাহরুখ, সলমন ও আমিরকে স্টেজে একসঙ্গে নাচতে দেখা যায়। সেই ছবি, ভিডিও ভাইরাল হয় মুহূর্তে। একই ইন্ডাস্ট্রিতে স্টার হওয়ায় পেশাগত প্রতিযোগিতার কারণেই তিনজনের মধ্যে কখনও না কখনও সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই সমস্যা মাঝে এতটাই গুরুতর হয়ে ওঠে যে নিজেদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিন্তু পুরনো কথা মনে রাখেননি কেউই। বয়সও হয়েছে, ইনসিকিউরিটিও কমেছে। এখন সবাই যে যার মতো প্রতিষ্ঠিত। তাই আবার ফিরে এসেছে পুরনো বন্ধুতা। এবার কি ব্যক্তিগত সুসম্পর্ক প্রফেশনাল দিকেও এগোতে পারে? এই প্রশ্নের উত্তর দিলেন আমির খান।
আমির জানান, ‘আমার তো সবসময়ই মনে হয় আমাদের তিনজনের একসঙ্গে ছবি বানানো উচিত। সলমন শাহরুখ আমি এই নিয়ে আলোচনাও করছিলাম। আমাদের তিনজনের আলাদা ধরনের অডিয়েন্স আছে। আমরা কোনও ছবি বানালে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পারব। আলোচনা তো হয়েছে, এবার দেখা যাক কবে কী হয়! তবে হ্যাঁ, যদি ভালো স্ক্রিপ্ট হয় আমরা অবশ্যই করব। আমরা তিনজনেই তিনজনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।‘
এর মাঝেই মিস্টার পারফেকশনিস্ট আরও একটি সুখবর জানান। পরিচালক রাজকুমার সন্তোষী ‘আন্দাজ আপনা আপনা’ ছবিটির সিক্যুয়েল আনতে চলেছেন। এমনকী স্ক্রিপ্টের কাজও শুরু হয়ে গেছে। যদিও এখনই এটা নিয়ে বেশি চর্চা করতে বারণ করেন অভিনেতা। কারণ কাজ খুব একটা এগোয়নি।
১৯৯৪-এ সলমন, আমির, রবিনা টন্ডন ও করিশ্মা কাপুর অভিনীত এই কমেডি ড্রামা রিলিজ করেছিল। সেই সময় দর্শকরা খুবই পছন্দ করে এই সিনেমার থিম। আশা করা যাচ্ছে এর দ্বিতীয়ভাগকেও দর্শকেরা একইভাবে গ্রহণ করবেন।