শেষ আপডেট: 14th March 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান ১৪ মার্চ ৬০-এ পা রাখলেন। ছোটবেলায় ‘যাদোঁ কি বারাত’ ছবিতে শিশু শিল্পী হিসেবে তাঁর সফর শুরু হলেও, এরপর থেকে তিনি একের পর এক দুর্দান্ত ছবি দিয়ে দর্শকদের মন জয় করে এসেছেন। ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘থ্রি ইডিয়টস’ থেকে ‘দঙ্গল’— দীর্ঘ কেরিয়ারে একাধিক সুপারহিট ছবির মাধ্যমে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।
আমির খানের জন্মদিনে কেন না একটু তাঁর সেরা সিনেমাগুলো দেখে উদযাপন করা যাক? দেখে নিন তাঁর কিছু 'মাস্ট-ওয়াচ' ছবির তালিকা —
১. রঙ দে বসন্তী (নেটফ্লিক্স)
এই সমাজ ও রাজনীতি নিয়ে তৈরি সিনেমাটি এখনও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে। ছবিতে আমিরের সঙ্গে ছিলেন সিদ্ধার্থ, শারমান জোশি, কুনাল কাপুর এবং সোহা আলি খান। ছবির সংলাপ — “জিন্দেগি জিনে কে দো হি তরিকে হোতে হ্যায়… এক, জো হো রাহা হ্যায়, উসে হোতে যাও, বরদাস্ত করো… বা ফির জম্মেদারি উঠাও, উসে বদলনে কি” — আজও অনুপ্রেরণা দেয়।
২. থ্রি ইডিয়টস (প্রাইম ভিডিও)
এই ছবি না দেখে থাকলে আপনি অনেক কিছু মিস করেছেন। আমির, আর মাধবন এবং শারমান জোশির বন্ধুত্বের গল্প এই ছবিকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। মনে আছে তো সেই বিখ্যাত সংলাপ — “দোস্ত ফেইল হো জায়ে তো দুঃখ হোতা হ্যায়… লেকিন দোস্ত ফার্স্ট আ জায়ে তো জ্যাদা দুঃখ হোতা হ্যায়”?
৩. পিকে (নেটফ্লিক্স)
একজন ভিনগ্রহের বাসিন্দা যখন পৃথিবীতে এসে নিজের যন্ত্রপাতি হারিয়ে ফেলে, তখন যা হয় তা হাসি আর ব্যঙ্গের মোড়কে এক দারুণ সামাজিক বার্তা। আমির খানের এই চরিত্রে অভিনয় আজও অতুলনীয়।
৪. দঙ্গল (প্রাইম ভিডিও)
“হামারি ছোরিয়া ছোরো সে কাম হ্যায় কে?” — এই সংলাপেই ফুটে উঠেছে মেয়েদের ক্ষমতার কথা। গীতা ও ববিতা ফোগটের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি আমির খানের অন্যতম সেরা কাজ।
৫. মঙ্গল পান্ডে: দ্য রাইজিং (প্রাইম ভিডিও)
ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহী মঙ্গল পান্ডের জীবন নিয়ে তৈরি এই ঐতিহাসিক ছবিতে আমির খানের অভিনয় সত্যিই রোমাঞ্চ জাগায়।
৬. দিল হ্যায় কে মানতা নাহি (ইউটিউব)
পূজা ভাটের সঙ্গে আমিরের এই রোম্যান্টিক ছবি আজও দর্শকদের প্রিয়। ছবির জনপ্রিয় গান শুনলেই মনে পড়ে সেই পুরনো দিনের কথা।
৭. আন্দাজ আপনা আপনা (প্রাইম ভিডিও)
বলিউডের অন্যতম কাল্ট কমেডি এই ছবি। সালমান খান, রবীনা টন্ডন, করিশ্মা কাপুরের সঙ্গে আমির খানের দুর্দান্ত অভিনয় একে অবিস্মরণীয় করে তুলেছে।
৮. রাজা হিন্দুস্তানি (জিও হটস্টার)
৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় রোম্যান্টিক ছবি। আমির খান ও করিশ্মা কাপুরের এই ছবির ‘পরদেশি পরদেশি’ গান আজও দর্শকদের মুখে মুখে।
৯. গজিনী (জি৫)
এই ছবির জন্য আমির খানের শারীরিক পরিবর্তন ও চরিত্রে গভীরতা নজর কেড়েছিল সকলের। স্মৃতিভ্রংশে আক্রান্ত এক ব্যক্তির প্রতিশোধের কাহিনি দেখে আজও শিহরিত হন দর্শক।
১০. ফানা (প্রাইম ভিডিও)
আমির খান ও কাজলের জুটি এই ছবির প্রাণ। প্রেম ও প্রতারণার মিশেলে তৈরি এই ছবি আপনাকে ভাবিয়ে তুলবে। তাই আমির খানের জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর এই দুর্দান্ত ছবিগুলো!