শেষ আপডেট: 10th March 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: এমনি এমনি ইন্ডাস্ট্রিতে তাঁকে বলা হয় না, ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর অভিনীত চরিত্রগুলো একপেশে নয়। ভিন্ন। মাসের পর মাস খেটে নিজেক তৈরি করেছেন প্রতিটি চরিত্রে। স্বভাব, চলন, বলন নিয়ে যতক্ষণ না নিজে তৃপ্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে পা রাখেন না তিনি। একমেবাদ্বিতীয়ম। আমির খান। ১৪ তারিখ ষাটে পা দিতে চলেছেন অভিনেতা। (Aamir khan Birthday, Aamir Khan, Aamir 60)
বয়স নিয়ে আমির কোথায় পরোয়া করেছে আর! বয়সের কোনও সুতো তাঁর গায়ে লেগে নেই। বয়স বাড়লেও তার কোনও আঁচ পড়েনি তাঁর পারফেকশনে। আমির ম্যাজিশিয়ান। চরিত্রের জাদু তিনি জানেন। আর বড় পর্দায় তিনি সর্বসমক্ষে তা দেখিয়েও বেড়িয়েছেন, বারবার। আরও এক বার সিনেমার জাদু আনতে চলেছেন জাদুগর। চোদ্দ দিন ধরে চলবে আমিরের ম্যাজিক।
‘আমির খান: সিনেমা কা জাদুগর’—দেশব্যাপী পিভিআর আইনক্স থিয়েটারে প্রদর্শিত হবে আমির খান অভিনীত ছবি। প্রদর্শন শুরু হবে আগামী ১৪ মার্চ। চলবে ২৭ মার্চ অবধি। মায়ানগরীতে অনুষ্ঠিত হল এক সাংবাদিক সম্মেলেন। উপস্থিত ছিলেন, কিংবদন্তি চিত্রনাট্যকার এবং গীতিকার জাভেদ আখতার, পিভিআর প্রতিষ্ঠাতা অজয় বিজলি এবং মিস্টার পারফেকশনিস্ট। মুক্তি পেল ‘আমির খান: সিনেমা কা জাদুগর’— ট্রেলার। দু’মিনিটের ট্রেলর দেখে তামাম দর্শক তখন মন্ত্রমুগ্ধের মতো বসে।
জাভেদ বললেন, ‘এখানে অনেক চরিত্র আছে, যা আমার লেখা। আমার ভয় হয় আমি হয়তো কিছু ভুলেও যাব। আমিরের জন্ম ১৯৬৫-তে। আমি ওই একই বছরে বলিউডে কাজ শুরু করি। আমার লেখা প্রথম ছবিতে আমির কাজ করেছিল। পঞ্জগনিতে নাসির হুসেনের জন্য ‘ফারিয়াজ’ ছবি লিখছিলাম। আমিরকে দেখার সঙ্গে সঙ্গেই নাসিরকে বলি ও স্টার এবং ওর শুরুটা রোমান্টিক ছবিতেই হওয়া উচিত। আমিরের প্রথম ছবি আমার লেখা। আর আমার ছেলের প্রথম ছবি ছিল আমিরের সঙ্গে।’
একেবারে শুরুতে ফারহানের স্ক্রিপ্ট শুনতে চাননি আমির। যখন আমির না বলে দেন, তখন তিনি ভেবেছিলেন, জাভেদ হয়তো তাঁকে ফোন করবেন। কিন্তু তিনি করেননি। তখন আমির বুঝতে পারেন, যে ফারহান নিশ্চয়ই জাভেদের সঙ্গে এ বিষয়ে কোনও কথা বলেননি, এবং ফারহান আমিরের উপর সম্পূর্ণ আস্থা রাখেন!
জাভেদ আরও বলেন, ‘একজন নতুন পরিচালক (ফারহান) আপনার কাছে এমন এক সিনেমা নিয়ে যায়, যাতে রয়েছেন তিনজন নায়কের এবং তুমি সেই ছবি করেছো। ‘দঙ্গল’-এর মতো ছবি কে করতে চাইবে? কুস্তিতে এমন একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করবে, যে তাঁর মেয়ের কাছে হেরে যায়। সমস্ত অভিনেতা হিট সিনেমার পরিচালকদের ছবিতে কাজ করেছেন। কিন্তু তুমি ঝুঁকি নিয়েছো, অন্য কেউ পারেনি।’
প্রসঙ্গত, ভারতের বৃহত্তম এবং সবচেয়ে প্রিমিয়াম সিনেমা প্রদর্শনী সংস্থা হিসাবে, সুপরিচিত পিভিআর আইনক্স। আমিরপ্রেমীদের চলতি সপ্তাহ যেন রিটার্ন গিফ্ট। সারা দেশের পিভিআর আইনক্স প্রেক্ষাগৃহ জুড়ে যেন আমির ফিল্ম ফেস্টিভ্যাল!