শেষ আপডেট: 6th November 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: আকাশ আটের পর্দায় আর দেখা যাবে না মন্দাকিনি, অনাথ ও ইন্দুবালাদের। 'সাহিত্যের সেরা সময়' থেকে এবার বিদায় নেওয়ার পালা 'বউ চুরির।' ১৫০টি দুর্দান্ত ও সাফল্যে মোড়া এপিসোডের পর শেষ হতে চলেছে দর্শকদের এই প্রিয় গল্প। এই সময় আকাশ আটে নতুন কোন গল্প আসছে তা অবশ্য স্পষ্টভাবে এখনই জানা যায়নি।
প্রভাত কুমার গুপ্তর গল্প অবলম্বনে বউ চুরি একটি মানুষ, একটি আস্ত চরিত্রের একাধিক দিক তুলে ধরার চেষ্টা করেছে। হিউমর, রোম্যান্স, সম্পর্কের ওঠা পড়া, ইমোশনাল দিক সবই এতদিন নিখুঁদভাবে ফুটিয়ে তুলেছেন মন্দাকিনি, অনাথ ও ইন্দুবালারা। সাহিত্যে সেরা সময়ের দর্শকদের অন্যতম সেরা পছন্দ বউ চুরিই এবার বন্ধ হতে চলেছে।
এবিষয়ে আকাশ আটের ডিরেক্টর প্রিয়ঙ্কা বরদিয়া বলেন, 'দর্শকদের মনে দাগ কেটেছে বউ চুরির গল্প। সকলের কাছ থেকে যে ভালবাসা আমরা পেয়েছি, তার জন্য আপ্লুত। গল্প বলার ধরন ও গল্পের ঘাত-প্রতিঘাত প্রত্য়েকের ভাল লেগেছে। আমরা ধন্য।'
আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুরলো। গল্প শেষ একদিন হতই। তবে, তা নিয়ে আবেগপ্রবণ হবেন না কলাকুশলীরা, এমন কি হয়? খানিকটা আবেগ ধরে রেখেই রিয়াজ লস্কর ও তনিষ্ক তিওয়ারিরা বলেন, 'এই গল্পে মুখ্য চরিত্রে ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পেরে সৌভাগ্যবান মনে হয়। বউ চুরি বন্ধ হচ্ছে, বলে বোঝাতে পারব না কতোটা ভালবাসা দর্শক এটার জন্য আমাদের দিয়েছেন।'
উল্লেখ্য, রিয়াজ, তনিষ্ক ছাড়াও এই গল্পে দেখা মিলেছে অয়ন্য চ্যাটার্জি, রাজর্ষি মুখার্জি, দীপাঞ্জলি মুখার্জি, বহ্নি চক্রবর্তী, কেশব মুখার্জি, সংগীতা ঘোষ, আয়ুষ মজুমদার, পার্বণী বর্মণ প্রমুখদের।