শেষ আপডেট: 18th February 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: 'পুষ্পা ২' এবং 'অ্যানিম্যাল'-এ একদম অন্য রকম চরিত্রে দেখা গেলেও, এবার এক ঐতিহাসিক চরিত্রে ধরা দিলেন রশ্মিকা মন্দান্না। নতুন ছবি 'ছাবা'-তে তিনি অভিনয় করেছেন ছত্রপতি সম্ভাজি মহারাজের স্ত্রী ইয়েসুবাই ভোঁসলে’র চরিত্রে। ইতিহাসের পাতা থেকে তুলে আনা এই ছবিটি মুক্তির পর প্রথম কয়েকদিনেই ভাল সাড়া পেয়েছে বক্স অফিসে।
১৪ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত 'ছাবা' ছবিতে সম্ভাজির চরিত্রে রয়েছেন ভিকি কৌশল, আর মুঘল সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় আছেন অক্ষয় খান্না, যাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। টানা একের পর এক হিট ছবি করে যাচ্ছেন রশ্মিকা। ছবিটি মুক্তির পরও তাঁর জনপ্রিয়তা অটুট। এবার তিনি সালমান খানের বিপরীতে 'সিকান্দার' ছবিতে অভিনয় করতে চলেছেন।
View this post on Instagram
জনপ্রিয়তা ও সাফল্যের দৌড়ে তিনি এখন দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের মধ্যে একজন। 'টাইমস অফ ইন্ডিয়া' ও 'ফিনান্সিয়াল এক্সপ্রেস'-এর তথ্য অনুযায়ী, বর্তমানে রশ্মিকার সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা।
View this post on Instagram
জীবনের সেরা মুহূর্তগুলো নিজের বাড়িতে কাটাতেই ভালবাসেন রশ্মিকা। সম্প্রতি 'দ্য হলিউড রিপোর্টার'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার সুখের ঠিকানা আমার বাড়ি। সাফল্য আসবে-যাবে, কিন্তু বাড়ি চিরদিনের।'
রশ্মিকার মূল বাসস্থান কর্ণাটকে, যেখানে তিনি একটি বিলাসবহুল একতলা বাংলোতে থাকেন। 'টাইমস অফ ইন্ডিয়া'-র তথ্য অনুযায়ী, এই বাড়ির দাম প্রায় ৮ কোটি টাকা। বাড়ির অন্দরসজ্জাও বেশ চমকপ্রদ। আধুনিকতার ছোঁয়ায় গৃহসজ্জায় রয়েছে সাদা, ধূসর ও বেইজ রঙের ব্যবহার। তবে তাঁর ব্যক্তিগত ঘর ও বসার ঘরে রঙিন আর্টওয়ার্ক রয়েছে, যা বাড়ির শোভা আরও বাড়িয়ে তুলেছে। এছাড়া, বাংলোর বড় ছাদও অন্যতম আকর্ষণ, যেখানে রশ্মিকা প্রায়ই ছবি তোলেন।
View this post on Instagram
রশ্মিকা তাঁর বাড়িতে নিজের প্রিয় পোষ্য 'অরা'-এর সঙ্গেও সময় কাটান। বিশেষ করে দীপাবলির মতো উৎসবের সময় তাঁর বাংলো আলোয় ঝলমলে হয়ে ওঠে, যা তিনি প্রায়শই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সাফল্য, সম্পদ ও জনপ্রিয়তার শিখরে থেকেও রশ্মিকা মনে করেন, বাড়িই তাঁর সবচেয়ে নিরাপদ ও প্রিয় জায়গা।
View this post on Instagram