শেষ আপডেট: 10th December 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিস এখন ‘পুষ্পা ২’ জ্বরে আক্রান্ত। আর সেই জ্বর কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। একটা বিশাল উদ্বোধনী সপ্তাহান্তের পরে, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রেখেছে। বক্স অফিসের দৌড়ে ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর মতো ছবিকে পেছনে ফেলে দিয়েছে ‘পুষ্পা ২’। এমনকি হিন্দি বলয়তে দারুণ সফলতা পেয়েছে এই ছবি। এর মধ্যেই ভেঙেছে বেশ কয়েকটি রেকর্ড। এই সবের মাঝেই হঠাৎ ভাইরাল হয়েছে একটি ভিডিও।
কেরালার এক যুবক মুকেশ মোহনের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা ভিডিওটি এখনও পর্যন্ত ৫০ লাখেরও বেশি ভিউ হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তিকে ত্রিশুরের একটি সিনেমা হলের বাইরে ড্রামের তালে নাচতে দেখা যাচ্ছে। সেই ব্যক্তি নিজের শরীরকে নীল রং করেছেন। মুখে লাল রং দিয়ে আঁকা এবং আল্লু অর্জুনের পুষ্পা ২ অবতার তাঁর পেটে এঁকেছেন। গঙ্গামা থালি চেহারা আঁকা রয়েছে।
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে, সিনেমা দেখতে আসা প্রতিটা ব্যক্তিই প্রেক্ষাগৃহের বাইরে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। শুধু তাই নয়, তার এমন কর্মকাণ্ড দেখে সেখানে উপস্থিত লোকজন বেশ মজাই পাচ্ছিলেন। ভিডিওটিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি হলেন স্থানীয় শিল্পী দাসান।
ভিডিওতে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষ কমেন্ট করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'মাঝে মাঝে এমন কিছু ভাইরাল হতে দেখলে বেশ ভালই লাগে।' আরো এক ব্যক্তি কমেন্টে রসিকতা করে লিখেছেন, 'সবই ঠিক আছে। শুধু পেটের মধ্যে পুষ্পাকে একেবারে মেনে নিতে পারা যাচ্ছে না।'
সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল। মঙ্গলবার পর্যন্ত ছবির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে পুষ্পা ২। হিন্দি ভাষার সব ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। প্রথম দিনেই এর বক্স অফিস সংগ্রহ ১৭৫ কোটি টাকা।