শেষ আপডেট: 1st October 2024 12:25
দ্য ওয়াল ব্যুরো: বয়স ৫৮। এখনও সংসার বাঁধেননি। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও কয়েকদিনের মধ্যেই বিচ্ছেদের গল্পও শোনা যায়। কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। তাই বৈবাহিক জীবনের স্বাদ এখনও পাননি সলমন খান। তবে ভাইজানের অনুরাগীরা কিন্তু মোটেই আশাহত নন।
বরের সাজে কেমন লাগবে তাঁকে, এটা দেখার জন্য উদ্গ্রীব ভক্তরা। এবার কী তবে অনুরাগীদের ইচ্ছে পূরণ হবে? ছাদনাতলায় দেখা যাবে ভাইজানকে? একাধিক প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কারণটা কী?
ইচ্ছে একটাই। সলমনকে এক ঝলক দেখতে চান। দেখতে চান বললে ভুল বলা হবে। বিয়ের প্রস্তাব নিয়ে সলমনের সামনে যেতে চান। আর এই ইচ্ছে নিয়েই বিদেশ থেকে এদেশে এসেছেন এক মহিলা। একটি অনুষ্টানের মাঝেই সলমনের সামনে এসে হাজির হন। ঠিক সেই সময় ভাইজান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন।
তার মাঝেই সেই মহিলা সলমনকে বলেন, 'প্রথম যখন আপনাকে দেখেছিলাম, সেদিনই ঠিক করে নিয়েছিলাম। বিয়ে করলে আপনাকেই করব। এক কথায় প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই সুদূর হলিউড থেকে আপনার জন্য ছুটে এসেছি। না বলবেন না প্লিজ়।'
সেই সময় উত্তরে সলমন রসিকতার সুরে বলেন, 'আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আপনি কি শাহরুখ খানের কথা বলছেন?' উত্তরে প্রবাসী মহিলা বলেন, 'আমার একটুও ভুল হচ্ছে না। আমি সলমন খানের কথাই বলছি। আপনি কি আমাকে বিয়ে করবেন?'
উত্তরে সলমন বলেন, 'এখন তো আমার আর বিয়ের বয়স নেই। আমি তা পেরিয়ে এসেছি। আপনার সঙ্গে যদি আমার বছর ২০ আগেও দেখা হত, তাহলেও আমি হ্যাঁ বলতাম।' ভিডিওটি কয়েকদিন আগের হলেও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। এতেই অনুরাগীদের মধ্যে আশা জেগেছে।