শেষ আপডেট: 9th January 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: পৌরাণিক তত্ত্ব অনুযায়ী, অঘোর-এর উৎপত্তি হল, শিবের উপাসনা করেন যাঁরা। বিশ্বাস করা হয়, অঘোর সম্প্রদায়ের এসেছিল আদিদেবের সৌজন্যেই। শিবের ভক্ত দত্তাত্রেয় ঋষিকে অঘোর শাস্ত্রের গুরু বলা হয়। এই শাস্ত্রের মেনে চলা সাধুরা, মূলত সাধারণত প্রচলিত ধর্মীয় নিয়মকানুনের বাইরে চলে গিয়ে আধ্যাত্মিক সাধনা করে থাকে। তাঁদের সাধনা, চিন্তা-ভাবনা এবং আচরণ প্রায়শই সমাজের কাছে অগোচরেই থাকে। অঘোরী সাধুদে জীবন ও দর্শন নিয়ে অনেক গবেষণা ও আলোচনা হয়েছে, যা ভারতীয় ধর্ম ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই অঘোরী সাধুদের নিয়ে নির্মিত হল এক তথ্যচিত্র। (Aghoris sacred skulls)
‘অঘোরীজ, সেক্রেড স্কালস—এ ট্রুথ দ্যাট ম্যাটার্স’। সিনেম্যাটিক যাত্রায় অঘোরী সাধুদের জীবনে ঘিরে থাকা রহস্যের স্তর সাজানো হয়েছে ক্যামেরার লেন্সে। জীবন, আচার এবং দর্শনের গভীরে অনুসন্ধান করে এই তথ্যচিত্র। পূর্ণকুম্ভতেই হয়েছে গোটা ছবির শুটিং। ছবিটির পরিচালক এহসাস কাঞ্জিলাল। নিবেদনে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। প্রযোজনায় রয়েছে মোজোটেল।