শেষ আপডেট: 15th December 2024 11:28
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে বেশ কিছু অভিনেতা তাঁর কাজের মাধ্যমে ছাপ ফেলেছেন দর্শকদের মনে। শুধু বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেও তাঁদের পারফর্ম্যান্স কুড়িয়েছে ভূয়সী প্রশংসা। মুখ্য চরিত্র হোক বা পার্শ্ব চরিত্র অভিনয় করে, লাইমলাইট ছিনিয়ে অভিনেতারা প্রমাণ করেছেন তাঁদের দক্ষতা। তাঁরা প্রমাণ করেছেন যে দারুণ সব গল্পে অভিনয়ই শেষ কথা! তার প্রভাবও দীর্ঘস্থায়ী। এই ৭ অভিনেতা ২০২৪ সালে স্ক্রিনের বাদশাহ!
রিচা চাড্ডা
হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার
সঞ্জয় লীলা বনসালীর ম্যাগনাম অপাস ‘হীরামান্ডি’তে রিচা চড্ডা অভিনীত ‘লাজ্জো’ চরিত্র দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। গুরুত্বপূর্ণ চরিত্রটির গভীরতা এবং একই সঙ্গে তার মাধুর্যকে পর্দায় নিপুণতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন রিচা। আবেগঘন দৃশ্যে তাঁর উপস্থিতি চরিত্রটিকে আরও মোহময় করে তুলেছে। ২০২৪ সালের সবচেয়ে আলোচিত অভিনেতাদের মধ্যে উঠে এসেছে রিচার নাম।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
স্ত্রী ২
অভিষেক আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের অন্যতম বহুমুখী এক অভিনেতা। ‘স্ত্রী ২’-তে তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের চোখ টেনেছেন। অনবদ্য কমেডি টাইমিং তার সঙ্গে হরর জঁরের ভিন্ন স্তর যুক্ত হয়েছে, তাঁর অভিনয়ের পরতে পরতে। ছবিতে অনসম্বল কাস্টিং, আর তাতে সব বাঘা-বাঘা অভিনেতা, কিন্তু তারপরেও দর্শকদের চোখ একটিবারের জন্যও সরেনি অভিষেকের উপর থেকে।
অক্ষয় ওবেরয়
ফাইটার
‘ফাইটার’ ছবির অভিনীত চরিত্রর সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন অক্ষয়। অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন প্রতিটি সিনে। একটি ফাইটার প্লেনের পাইলটের ভিতরকার যে কমপ্লেক্স এবং লেয়ার্ড শেড থাকে অক্ষয়ের সূক্ষ্ম চিত্রায়নে আরও উজ্জ্বল হয়েছে। বড় পর্দায় তাঁর সাফল্য ব্যাপক প্রশংসা অর্জন করেছে। যদিও ‘ফাইটার’ বড় পর্দার ছবি ছিল, কিন্তু অক্ষয় ওবেরয় ওটিটিতেও তাঁর অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন বারবার।
রবি কিষাণ
লাপাতা লেডিজ
ক্যারিজম্যাটিক অ্যাপিয়ারেন্স এবং লার্জার দ্যান লাইফ চরিত্রের জন্য পরিচিত রবি কিষাণ। তবে ‘লাপাতা লেডিজ’-এ একজন সহজ অথচ ‘উইটি’ পুলিশ হিসেবে তাঁর অসাধারণ অভিনয় ভিন্ন মাত্রা এনেছে। শুধু তাই নয়, অনবদ্য ডায়লগ ডেলিভারি এবং সহজ অভিব্যক্তি চরিত্রটিকে আরও জ্যান্ত করে তুলেছে স্ক্রিনে। এই ছবিতে সিরিয়াস এবং একই সঙ্গে কমিক দুই ক্ষেত্রেই রবির অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
প্রতীক গান্ধী
মাডগাঁও এক্সপ্রেস
তিনি পাওয়ারফুল অভিনেতা। তার প্রমাণ ‘স্ক্যাম ১৯৯২’। তবে ‘মাডগাঁও এক্সপ্রেস’ একেবারে কমেডিধর্মী ছবি। এই প্রথম প্রতীক গান্ধী এমন ননসিরিয়াস চরিত্রে অভিনয় করলেন, কিন্তু তাও তিনি তাঁর অভিনয়ের ধারা অব্যাহত রেখেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কমপ্লেক্স চরিত্রে গান্ধী তাঁর সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্মে তাঁর উপস্থিতি প্রমাণ দিল, যে কোনও মাধ্যমেই তিনি ছাপ ফেলতে পারেন।
বীর দাস