শেষ আপডেট: 17th March 2023 08:07
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) প্রতিবছর শ'য়ে শ'য়ে সিনেমা মুক্তি পায়। এরমধ্যে খুব কম ছবিরই দ্বিতীয় বা তৃতীয় ভাগ বেরোয়। কিন্তু প্রথম ভাগের সেই 'ম্যাজিক' ধরে রাখতে পারে না অনেক ছবিই। খুবই নিম্নমানের সিক্যুয়েল (Sequels) বানানোর ফলে আখেরে ক্ষতি হয় সেই ফ্র্যাঞ্চাইজিরই। এরমধ্যে বহু সিক্যুয়েল বক্স অফিসে সাফল্য পেলেও সমালোচনার শিকার হতে হয়েছে। তালিকায় রয়েছে 'ধুম ৩', 'বান্টি অউর বাবলি ৩', 'গোলমাল এগেইন'-এর মতো ছবিগুলি।
যখন কোনও ছবি হিট হয়, তখন স্বাভাবিকভাবেই সেটির সিক্যুয়েল তৈরি করতে চান পরিচালক-প্রযোজকরা। কিন্তু জোর করে কোনও গল্প বাড়াতে গিয়ে তাতে উল্টো বিপদ হয়। সাম্প্রতিক অতীতে মুক্তি পাওয়া তেমনই কয়েকটি ছবির উদাহরণ রইল এখানে।
ধুম ৩: যশ রাজ ফিল্মসের 'ধুম' সিরিজের প্রথম ছবিতে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জন আব্রাহামকে। চোর-পুলিশ লড়াইকে কেন্দ্র করে তৈরি হয়েছিল গল্প। প্রথম ছবি ব্লকব্লাস্টার হিট হওয়ার কয়েক বছর পরেই মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ। এবার পুলিশ এক থাকলেও পাল্টে যায় চোর। সে চরিত্রে হৃত্বিকের অভিনয় আজও চর্চিত। সাত বছর পর আবারও ছবির তৃতীয় ভাগ মুক্তি পেল। আর সেখানেই ছন্দপতন। আমির খানকে চোর রূপে মানতে পারেননি অনেকেই। জন এবং হৃত্বিকের মধ্যে যে ম্যাজিকটা ছিল, আমিরের মধ্যে থেকে সেটাই যেন উধাও হয়ে গিয়েছিল। তবে বক্স অফিসে ভাল ব্যবসা করলেও তুমুল সমালোচনার মুখে পড়ে 'ধুম ৩'।
বান্টি অউর বাবলি ২: যশ রাজ ফিল্মসের আরও একটি ফ্র্যাঞ্চাইজি ছবি, যা সমালোচনার পাশাপাশি বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছিল। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল 'বান্টি অউর বাবলি'। সে বছর বক্স অফিসে অন্যতম ব্যবসাসফল ছবি ছিল রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনের অভিনীত এই সিনেমা। কিন্তু ২০২১ সালে এর দ্বিতীয় ভাগে বদলে যায় হিরো। অভিষেকের বদলে দেখা যায় সইফ আলি খানকে। আর নায়িকা ছিলেন রানিই। দু'জনের অভিনয় ভাল হলেও বক্স অফিসে একেবারেই সফল হয়নি ছবিটি। সবমিলিয়ে বেশ সমালোচিত হয় 'বান্টি অউর বাবলি ২'।
রেস ৩: 'ধুম ৩'-র মতো আরও একটি ফ্র্যাঞ্চাইজি ছবি, যা তৃতীয় ভাগে এসে চরম ব্যর্থতার মুখ দেখেছে। 'রেস'-এর প্রথম দু'টি ভাগে সইফ আলি খানের অভিনয়ই ছিল আসল পাওনা। কিন্তু তৃতীয় ভাগে বদলে যায় মুখ। আসেন সলমন খান। উল্টোদিকে আবার ছিলেন ববি দেওল। ছবিটি সমালোচিত তো হয়েইছে, এমনকী কারও অভিনয়ই পাতে দেওয়ার মতো নয় বলে কটাক্ষ করেছিলেন দর্শকরাও। বক্স অফিসেও ব্যর্থ হয় ছবিটি।
গোলমাল এগেইন: রোহিত শেট্টির 'গোলমাল' সিরিজ বলিউডের অন্যতম সেরা হাসির ফ্র্যাঞ্চাইজি বলে দাবি করেন খোদ দর্শকরা। এর প্রথম তিনটি ভাগ বক্স অফিসে বেশ সফল হয়েছিল। ননসেন্স কমেডি বানাতে রোহিতের যে জুড়ি মেলা ভার, এ কথা অজানা নয় কারওই। কিন্তু সেই পরিচালকই 'গোলমাল এগেইন'-এ এসে রীতিমতো ব্যর্থ হন। অজয় দেবগণ, আরশাদ ওয়ারসি, তুষার কাপুরের মতো অভিনেতাদের নিয়ে তৈরি হওয়া এই ছবি সমালোচকদের পাশাপাশি দর্শক মহলের কটাক্ষের শিকার হয়।
ওয়েলকাম ব্যাক: অনিশ বাজমি পরিচালিত 'ওয়েলকাম' ছিল ২০০৭ সালের অন্যতম সেরা হিন্দি সিনেমা। অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ জুটির পাশাপাশি দেখা গিয়েছিল নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়ালের মতো অভিনেতারা। কিন্তু দ্বিতীয় ভাগে পাল্টে যায় নায়ক-নায়িকা। দেখা গিয়েছিল জন আব্রাহাম এবং শ্রুতি হাসানকে। কিন্তু ছবিটি একেবারেই সফল হয়নি। এমনকী বাকিদের অভিনয়ও সমালোচনার মুখে পড়েছিল।
ধুমধাড়াক্কা ছবি ভালবাসেন? এই সাতটি না দেখলে বড় মিস! কোথায় কী কী দেখা যাবে