শেষ আপডেট: 26th October 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো: ‘এটা আমাদের গল্প’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী মানসী সিনহার। শাশ্বত-অপরাজিতা জুটির হাত ধরে প্রায় ২ কোটি টাকার ব্যবসা করেছিল তাঁর এই প্রথম সিনেমা।
এবার আরও একবার সম্পর্কের গল্প নিয়ে আসছেন পরিচালক মানসী। পৈতৃক ভিটে পুনরুদ্ধারের জন্য দুই তুতো ভাইয়ের আবেগঘন সফরের গল্প বলবে তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।
এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন সূর্য, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতারা। সদ্য তাঁদের লুক মুক্তি পেল।
ছবি প্রসঙ্গে পরিচালক মানসী সিনহা বলেন, 'আমি বিশ্বাস করি গল্পই আসলে প্রতিটা ছবির নায়ক-নায়িকা। দর্শকরা যে এখনও ভাল গল্প দেখতেই হলমুখো হন তার প্রমাণ পেয়েছি আমার পরিচালিত প্রথম সিনেমা ‘এটা আমাদের গল্প’ দিয়েই। ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবিটিকেও দর্শকরা ভালবাসায় ভরিয়ে দেবেন, সেটা আমার বিশ্বাস।'
এই সিনেমার প্রযোজনায় আবারও রয়েছে শুভঙ্কর মিত্রর ধাগা প্রযোজনা সংস্থা। এই শীতেই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।
মানসী সিনহার সিনেমায় এই নিয়ে দ্বিতীয়বার কাজ করছেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রী কথায়, 'বর্তমান সময়ে আমরা সকলেই একটু ভাল থাকা বা বিলাসবহুল জীবনযাপনের জন্য এত ছুটছি যে, আমাদের পরিবার, সম্পর্ক এবং আশেপাশের সমস্ত যোগাযোগগুলে ক্রমেই হারিয়ে ফেলছি।
তিনি আরও বলেন, 'সিনেমাটা আমাদের কাছের মানুষদের সঙ্গে ভালবাসার সম্পর্ক টিকিয়ে রাখার গল্প তুলে ধরবে। মানসীর এই সিনেমার গল্পের সঙ্গে দর্শকরাও যে একাত্মবোধ করবেন এবং ভালবাসায় ভরিয়ে দেবেন, সেটা নিয়ে আমি আশাবাদী।'
প্রসঙ্গত, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতীম দাশগুপ্ত (তাজু)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌভিক বসু। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার।