Latest News

ওয়ার্ড্রোবের দায়িত্বে এখন দীপিকা, নিজে হাতে বেছে দেন রণবীরের পোশাক

দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছর পর ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো। সৌজন্যে কমেডি কিং কপিল শর্মা। দীর্ঘ একবছর টেলিভিশনে দেখা যায়নি টিম কপিলকে। এ বার ফের পর্দায় ফিরছেন কলাকুশলীরা। আগামী ২৯ ডিসেম্বর শুরু হবে শো।

সদ্য গিন্নি ছত্রের সঙ্গে বিয়ে সেরেছেন কপিল। আর তার পরেই পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিয়ে করে নিশ্চয় দেদার খুশি হয়েছেন কমেডি কিং। কারণ শোয়ের প্রথম গেস্ট হিসেবেও ডেকেছেন এক সদ্য বিবাহিত অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০ ডিসেম্বরের শোতে হাজির থাকবেন রণবীর সিং। সঙ্গে থাকবেন সারা আলি খান এবং টিম সিম্বা। তবে দীপিকা অবশ্য হাজির থাকছেন না কপিলের এই শোতে। কিন্তু শারীরিক ভাবে উপস্থিত না থাকলেও, কথা প্রসঙ্গে বারবার এসেছে মিসেস সিংয়ের কথা।

কথায় বলে বিয়ের পর বেশিরভাগ ক্ষেত্রেই নাকি স্ত্রীরাই ঠিক করে দেন যে তাঁর স্বামী কী পোশাক পরবেন। রণবীর আর দীপিকার ক্ষেত্রেও কী তাই হয়?  কথা প্রসঙ্গেই শোয়ের সঞ্চালক কপিল, রণবীরকে জিজ্ঞাসা করেন এখন তাঁর পোশাক কী দীপিকাই বেছে দেন? উত্তরে লাজুক হেসে রণবীর বলেন, একেবারেই তাই। দীপিকা পাড়ুকোন থুড়ি মিসেস সিং-ই নাকি এখন রণবীরের আলমারি এবং পোশাকের পুরো দায়িত্ব নিয়েছেন। রণবীর কী পরবেন তা নাকি নিজেই পছন্দ করে দেন দীপিকা।

ফ্যাশন সেন্সে বরাবরই খুব রঙিন রণবীর সিং। ডিজিটাল প্রিন্ট থেকে রকমারি রঙ, সব কিছুরই দেখা মেলে রণবীরের পোশাকে। কিছুদিন আগে বলিউড পরিচালক করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ এসে অভিনেতা জানিয়েছিলেন, করণ নাকি দেশে-বিদেশে ঘুরে নানান উদ্ভট পোশাক কেনেন। আর তারপর সেগুলো পরতে না পেরে শেষ পর্যন্ত রণবীরকে উপহার দেন। রণবীরও দিব্যি সেই পোশাক পরেন। শুধু পরেনই না, রীতিমতো ফ্যাশন ট্রেন্ড হয়ে যায় অভিনেতার এই সব পোশাক। হবে নাই বা কেন? পোশাক যাই হোক না কেন রণবীর সেটা ক্যারি করেন আত্মবিশ্বাসের সঙ্গে।

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজনের বেশ কিছু ঝলক। সেই সব ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, প্রতিবারের মতো এ বারেও জমে যাবে এই কমেডি শো। আর প্রথম এপিসোডেই যখন হাজির রণবীর সিং, সারা আলি খান এবং রোহিত শেট্টি—-তখন অনুষ্ঠান যে এন্টারটেনমেন্টে ভরপুর থাকবে তা আন্দাজ করাই যাচ্ছে। রণবীর নিজেও জানিয়েছেন, গত এক বছর ধরে তিনি খুব মিস করেছেন এই শোকে। অতএব, এখন অপেক্ষা শুধু সঠিক সময়ের।

You might also like