শেষ আপডেট: 12th November 2024 19:56
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল যশ চোপড়ার রোমান্টিক-মিউজিক্যাল ড্রামা ছবি 'বীর জারা'র। দর্শকের মতে, 'বীর জারা' হল যশ চোপড়ার তৈরি করা সিনেমাগুলির মধ্যে অন্যতম। তাই হয়তো ২০ বছর পরেও এই সিনেমা প্রেক্ষাগৃহে আবারও মুক্তি পেয়েছে। শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত এই ছবি পুনরায় মুক্তি পেতেই দর্শকের উপচে ভিড় লক্ষ্য করা গিয়েছিল।
ভারতের বীর এবং পাকিস্তানের জারার কাঁটাতার পেড়িয়ে প্রেম কাহিনীর জয়ের গল্প আরও একবার দর্শকদের উৎসাহিত করেছিল হলমুখী হতে। কিন্তু আজ ২০ বছরে এসে এই সিনেমার অনেক অজানা তথ্য আছে, যা দর্শকরা জানেন না। কখনও তেমনভাবে সে সব প্রকাশ্যেও আসেনি। সেদিকেই একবার নজর রাখা যাক।
সিনেমার নাম 'বীর জারা' হওয়ার কথা ছিল না। মূলত ছবিটির নাম ছিল 'ইয়ে কাহা আ গ্যায়ে হাম'। শিরোনামটি ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত যশ চোপড়ার সিনেমা সিলসিলার হিট গান থেকে নেওয়া হয়েছিল। তারপরে পরিচালক মনে করলেন 'বীর-জারা' নামটি প্রেমের গল্পটিকে আরও ভালভাবে ফুটিয়ে তুলতে পারবে।
ছবিতে মনোজ বাজপেয়ীর ভূমিকার জন্য প্রথমে অজয় দেবগনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সূত্রের খবর, প্রথমে সব কিছু ঠিকও হয়ে গিয়েছিল। তারপরে বিভিন্ন কারণে সেই জায়গায় অজয় আর অভিনয় করেননি। ফলে মনোজ বাজপেয়ীকে নেওয়া হয়।
পাকিস্তানে জারার সাদা প্রাসাদের কথা মনে আছে? 'জনম দেখে লো' জনপ্রিয় ও সুরেলা গানটির শুটিং হয়েছিল আসলে হরিয়ানার গুরগাঁওয়ে প্রয়াত মনসুর আলি খান পতৌদির প্রাসাদে।
ছবির গল্প লিখেছেন যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়া, যিনি মূলত একজন প্রযোজক ও পরিচালক। এ কারণেই হয়তো আজ পর্যন্ত ছবির আবেগঘন ও মর্মস্পর্শী সংলাপগুলো মানুষ ভুলতে পারেনি! তাই ২০ বছর পরে এসেও প্রেক্ষাগৃহে এটি সহজেই ১০০ কোটির ব্যবসা করতে পারে।
ছবিতে শাহরুখ খানের সমস্ত পোশাক প্রযোজক এবং শাহরুখের বন্ধু করণ জোহর ডিজাইন করেছিলেন। সিনেমাটিতে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান।
ছবিতে বীরের চরিত্রকে অনেক বছর জেলে থাকতে দেখা গিয়েছে। আশ্চর্যের বিষয় হল, জেলের সমস্ত দৃশ্য এক দিনেই শ্যুট করা হয়েছিল এবং জেলের সমস্ত দৃশ্যে শাহরুখকে তাঁর চেহারা বার বার বদলাতে হয়েছিল।