শেষ আপডেট: 16th April 2024 12:00
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে দর্শকদের জন্য মন মাতানো উপহার দিতে চলেছে হইচই। নববর্ষে একাধিক শো নিয়ে আসছে তাদের ওটিটি প্লাটফর্মে। রহস্য-রোমাঞ্চ থেকে গোয়েন্দাগিরি, সাহিত্য, কী না নেই! থাকছেন টলিপাড়া ও ওপার বাংলার সাড়া জাগানো তারকারা।
আনকোরা নতুন ও সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে ১৪টি ওয়েব সিরিজের নাম প্রকাশ্যে আনল হইচই। এর মধ্যে থাকছে ৫টি নতুন সিরিজ। থাকছে ৪টি সিরিজের দ্বিতীয় সিজন। তার পাশাপাশি থাকছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের ৫টি নতুন শো।
যে ৫টি নতুন সিরিজ আসছে, সেগুলো হল 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজে আইনজীবীর চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে। সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।
অতি জনপ্রিয় সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলের পর এবার নতুন ওয়েব সিরিজ আনছেন দেবালয় ভট্টাচার্য। তাঁর নতুন এই সিরিজের নাম ‘বোকা বাক্সতে বন্দি’। মুখ্য ভূমিকায় দেখা যাবে শোলাঙ্কি রায়কে।
এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে আসছে ‘পরিণীতা’। সিরিজটি পরিচালনা করেছেন অদিতি রায়।
স্বস্তিকা মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় এবং দেবদত্ত রাহাকে একসঙ্গে দেখা যাবে সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘বিজয়া’ নামক সিরিজে।
এছাড়া সৌভিক কুণ্ডু পরিচালিত ‘গুটিপোকা’ সিরিজে থাকবেন পাওলি দাম এবং সৌরভ চক্রবর্তী ।
নতুন সিরিজের পাশাপাশি যে চারটি সিরিজের দ্বিতীয় সিজনের কথা হইচইয়ের তরফে ঘোষণা করা হয়েছে সেগুলো হল- গভীর জলের মাছ ২, নিখোঁজ ২, নষ্টনীড় ২, এবং আবার রাজনীতি।
হইচই-এর তরফ থেকে বাংলাদেশের যে ৫টি ওয়েব সিরিজের কথা ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো 'রঙ্গিলা কিতাব'। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছে পরিমণি। আসছে জয়া আহসানের ‘জিম্মি’, অপূর্বর ‘গোলাম মামুন’, মেহজাবীন চৌধুরীর ‘মিথ্যেবাদী’। এছাড়া থাকছে মোশারফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’। আর এই সমস্ত সিরিজই চলতি বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই মুক্তি পাবে বলে জানা গিয়েছে।