শেষ আপডেট: 5th May 2023 08:57
দ্য ওয়াল ব্যুরো: বিনোদনের জগতে ভারতীয় তারকার বিদেশে উজ্জ্বল কেরিয়ারের প্রসঙ্গ উঠলেই অনেকেরই মনে পড়ে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। তবে পিগি চপস ছাড়াও ভারতীয় বংশোদ্ভুত মার্কিন তারকার মধ্যে পদ্মলক্ষ্মীর কেরিয়ার গ্রাফ ঈর্ষনীয়। ৫২ বছর বয়সি এই তারকা সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন তাঁর নতুন স্যুইম স্যুট অবতারে।
রইল পদ্মলক্ষ্মীর বিষয়ে ১০টি অজানা তথ্য (10 information about Padmalakshmi)
মডেলিং
পদ্মলক্ষ্মীর কেরিয়ার শুরু হয়েছিল ভারতে থাকতেই। প্যারিস, মিলান এবং নিউ ইয়র্কের একাধিক ফ্যাশন শোতে অংশ নেন তিনি। ২১ বছর বয়সে কেরিয়ার শুরু করেন এই তারকা। তবে, ৫২ বছর বয়সেও যে মডেলিংয়ে একই রকম চৌকস রয়েছেন তিনি তাঁর প্রমাণ দিয়েছেন সম্প্রতি। স্পোর্টস ইলাস্ট্রেটেড পত্রিকায় তাঁর সোনালি বিকিনির ছবি সাড়া ফেলেছে সব মহলেই।
সঞ্চালক
আমেরিকার অন্যতম জনপ্রিয় রান্নার শো ‘টপ শেফ’-এর ১৮টি সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন পদ্মলক্ষ্মী। তাঁর সঞ্চালনার গুণেই সিজন ৬ পেয়েছিল এমি পুরস্কার। তাছাড়া ২০০৯ এবং ২০২০ সালে তিনি নিজেও সেরা সঞ্চালকের পুরস্কার জিতে নিয়েছিলেন।
প্রযোজক
সঞ্চালনার পাশাপাশি, প্রযোজকের ভুমিকাতেও নিজের ছাপ রেখেছেন পদ্মলক্ষ্মী। ‘টপ শেফ’ এবং ‘টেস্ট দ্য নেশন উইথ পদ্মলক্ষ্মী’ নামে দুটি শো-এর প্রযোজনা করেছিলেন তিনি।
অভিনেত্রী
অভিনয়েও পিছিয়ে নেই পদ্মলক্ষ্মী। ইতালি এবং আমেরিকার একাধিক ছবিতে দেখা গেছে ভারতীয় বংশোদ্ভুত এই তারকাকে। পাশাপাশি, বলিউডেরও দু-একটি ছবিতে মুখ দেখিয়েছেন পদ্মলক্ষ্মী।
লেখক
লেখলিখি অত্যন্ত প্রিয় শখ এই মডেল তারকার। খাওয়াদাওয়া নিয়ে একাধিক বই লিখে ফেলেছেন পদ্মলক্ষ্মী। বড়দের পাশাপাশি, ছোটদের জন্যও বই লিখেছেন তিনি। ‘ভোগ’ এবং ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় খাওয়াদাওয়া এবং ফ্যাশনের বিষয়ে একাধিক কলামও লেখেন তিনি।
ডিজাইনার
লেখালিখির পাশাপাশি, গয়নার ডিজাইন করতেও পছন্দ করেন এই তারকা। ‘পদ্ম কালেকশন’ নামে একটি গয়নার ডিজাইনের সম্ভার প্রকাশ করেন তিনি। গয়নার পাশাপাশি, আসবাবেরও রকমারি ডিজাইন তিনি প্রকাশ করেন। এছাড়া প্রসাধন কোম্পানি ম্যাকের সঙ্গে হাত মিলিয়ে তাঁর একটি কালেকশনও প্রকাশ পায় ভারতে এবং আমেরিকায়।
উকিল
মডেলিং লেখালিখির পাশাপাশি ওকালতিও করেন পদ্মলক্ষ্মী। শরণার্থী অধিকার, মহিলাদের অধিকার এবং ছোট রেস্তোরাঁর হয়ে একাধিক মামলায় লড়াই করেছেন তিনি।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর
বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতার জন্য তাঁকে ইউনাইটেড নেশনের উন্নতি প্রোগ্রামে গুডউইল অ্যাম্বাসেডর বানানো হয় ২০১৯ সালে।
দাম্পত্য
২০০৪ সালে বিশিষ্ট লেখক সলমন রুশদির সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন পদ্মলক্ষ্মী। তবে, ২০০৭ সালে এই বিয়ে ভেঙে যায়। এরপর ধনকুবের থিওডোর জে ফ্রস্টম্যানকে বিয়ে করেন তিনি। ২০১০ সালে একটি কন্যাসন্তানের জন্ম দেন পদ্মলক্ষ্মী।
প্রতিষ্ঠিত সংস্থা
এন্ডোমেট্রোসিস রোগে দীর্ঘদিন ভুগেছিলেন পদ্মলক্ষ্মী। এরপর সুস্থ হয়েই তিনি ‘এন্ডোমেট্রোসিস ফাউন্ডেশন অফ আমেরিকা’ প্রতিষ্ঠা করেন। ২১ বছর বয়সি এক অ্যাসিড আক্রান্ত তরুণীর চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদনও তিনি রাখেন জনগণের কাছে।
ফের বড়পর্দায় ফিরছেন সুশান্ত সিং রাজপুত! এবার তিন ভাষায় মুক্তি পাচ্ছে ধোনির বায়োপিক