শেষ আপডেট: 5th January 2025 09:56
দ্য ওয়াল ব্যুরো: ফুড ব্লগারদের হাত ধরে কলকাতার রাস্তার খাবারের দোকানগুলির জনপ্রিয়তা বেড়েছে বেশ কিছু বছরে, আর সেই তালিকায় অন্যতম নাম রাজু দা এবং তাঁর বিখ্যাত পকেট পরোটা। রাজু দার দোকান ও তাঁর জীবনের কাহিনি এখন সবার কাছে পরিচিত। সম্প্রতি, তিনি তাঁর নতুন উদ্যোগের খোঁজ দিয়েছেন, যা মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
রাজু দা ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান, তিনি এবার নতুন এক অবতারে ধরা দেবেন। ভিডিওতে তিনি বলেন, 'আজকে আমি কোথাও ইনভাইটেড আছি, সেটা হল ওয়েব সিরিজের জন্য। খুব তাড়াতাড়ি হইচইতে এটা দেখতে পারবেন।' যদিও তিনি স্পষ্ট করেননি, ওয়েব সিরিজটি কী? আর তার গল্পই বা কী?
তবে একটি কথা নিশ্চিত, রাজু দা সেখানে খালি হাতে যাচ্ছেন না। সঙ্গে নিচ্ছেন তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি। তিনি বলেন, 'পরোটা আর তরকারি নিয়ে যাচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অ্যাপেল পেঁয়াজ এবং সেদ্ধ ডিমও থাকবে।'
এই ভিডিও দেখে তাঁর ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন, এক ব্যক্তি লিখেছেন, 'আপনার জন্য অনেক ভাল কিছু অপেক্ষা করছে, অনেক ভালবাসা রইল।' অন্য একজন বলেছেন, 'দাদা, আপনার জন্য বলছি, আপনি একজন সাদা সিধে মানুষ। ফুড ব্লগারদের প্রচারের বদলে ব্যবসা বাড়ানোর দিকে মন দিন।'
(এই লিঙ্কে ক্লিক করলেই পাবেন ভিডিও https://www.facebook.com/share/r/14TfxfTxox/)
রাজু দা শিয়ালদহ চত্বরে ও শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন। তিনি ২০ টাকায় তিনটি পরোটা এবং আনলিমিটেড তরকারি দেন, যার জন্য লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। এবার সেই জনপ্রিয়তা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।