Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Dharmendra Shabana Azmi

'শাবানাকে চুমু খাওয়ার পরেই আমি...' নব্বইয়ে এসেও চরম 'রোম্যান্টিক' ধর্মেন্দ্র

নব্বইয়ের ঘরে পৌঁছেও মনটা একেবারেই তরতাজা। ধর্মেন্দ্রর জীবনের রঙ আজও ফিকে হয়নি। সময়ের সঙ্গে বয়স বেড়েছে ঠিকই, তবে ভালবাসার রং বা রোম্যান্সের আবেগ এতটুকু ম্লান হয়নি তাঁর মনে।

'শাবানাকে চুমু খাওয়ার পরেই আমি...' নব্বইয়ে এসেও চরম 'রোম্যান্টিক' ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র ও শাবানা আজমি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের ঘরে পৌঁছেও মনটা একেবারেই তরতাজা। ধর্মেন্দ্রর জীবনের রঙ আজও ফিকে হয়নি। সময়ের সঙ্গে বয়স বেড়েছে ঠিকই, তবে ভালবাসার রং বা রোম্যান্সের আবেগ এতটুকু ম্লান হয়নি তাঁর মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই কথাই স্পষ্ট করে জানালেন। ‘রকি ও রানি কি প্রেম কাহিনি’-র একটি দৃশ্য নিয়ে চর্চা শুরু হলে হাসতে হাসতেই নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন বর্ষীয়ান অভিনেতা।

শাবানা আজমির সঙ্গে পর্দায় চুম্বনের দৃশ্য ছিল ‘রকি ও রানি...’-তে। তা নিয়ে রীতিমতো সাড়া পড়ে যায় দর্শক ও সোশ্যাল মিডিয়ায়। এই নিয়েই প্রশ্ন করা হলে ANI-কে ধর্মেন্দ্র বলেন, “রোম্যান্সের তো কোনও বয়স হয় না! আমি তো রণবীরকে বলেছিলাম— তুই তো এত কিস সিন করিস পর্দায়, দেখ, আমি একটা করেই বাজিমাত করে দিলাম! এটাই তো আমার ম্যাজিক।”

ধর্মেন্দ্রর মতে, সিনেমার সেই মুহূর্ত ছিল নিছক কোনও চমক নয়, বরং একটা আবেগের বহিঃপ্রকাশ। তিনি বলেন, “আমার চরিত্রটা অনেকটা দেবদাসের মতো। যে মানুষটা তার প্রেমকে হারিয়ে ফেলে, তাকে বছর পর আবার চোখের সামনে দেখে— তখন তো আবেগ আর আটকে রাখা যায় না। সেটাই তো প্রেম, সেটাই তো জীবন।”

Dharmendra says kiss with Shabana Azmi wasn't forcefully put into Rocky Aur  Rani Kii Prem Kahaani: 'No age for romance' | Bollywood - Hindustan Times

রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এক ধনী পাঞ্জাবি পরিবার ও এক উচ্চমধ্যবিত্ত বাঙালি পরিবারের মধ্যে সাংস্কৃতিক সংঘর্ষ এবং প্রেমের লড়াই নিয়েই ছবির কাহিনি। ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী-সহ ছবির কাস্ট ছিল বড় আকর্ষণ। তবে দর্শক সবচেয়ে বেশি যে মুহূর্তে চমকে গিয়েছিলেন, তা নিঃসন্দেহে ছিল ধর্মেন্দ্র-শাবানার সেই ‘চুম্বনের’ দৃশ্য।


ভিডিও স্টোরি