শেষ আপডেট: 9th November 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: বি-টাউন থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই ঘুরপাক খাচ্ছে একটাই আলোচনা। তারকা জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাইয়ের বিবাহবিচ্ছেদের জল্পনা। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্যা। বলিপাড়ায় রটেছে তাঁদের ১৬ বছরের দাম্পত্য নাকি ভাঙতে বসেছে। বলিউড নায়িকা নিমরত কৌরের সঙ্গে জুনিয়র বচ্চনের ঘনিষ্ঠতার জেরেই দাম্পত্যে ফাটল, এমনটা শোনা যাচ্ছিল। তবে এ নিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি।
বিবাহবিচ্ছেদের গুজবের কারণে বিগত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রয়েছেন ঐশ্বর্যা এবং অভিষেক। এমনকী ঐশ্বর্যার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। ফলে জল্পনা যেন আরও তুঙ্গে।
এই সবকিছুর মাঝেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে প্রচুর ভিডিও। বিশ্বসুন্দরীর সঙ্গে বিয়ের আগে অভিষেকের ছবি সম্পর্ক ছিল অন্য এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে। আর এই অভিনেত্রী হলেন কাপুর বংশের কন্যা করিশ্মা কাপুর। এমনকি তাদের সম্পর্কের কথা মেনেও নিয়েছিলেন জয়া বচ্চন। অভিষেক আর করিশ্মার সম্পর্কটা ছাদনাতলা পর্যন্ত পৌঁছতে পারেনি।
অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন করে ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে করিশ্মা কাপুরকে নিজের পুত্রবধূ বলে ঘোষণা করতে দেখা গিয়েছে জয়া বচ্চনকে। ভাইরাল হওয়া ভিডিওতে এটাও দেখা গিয়েছে, অভিষেকের সঙ্গে করিশ্মার বাগদানের কথাও ঘোষণা করেছিলেন জয়া। সেই পুরনো ভিডিওই সোশ্যাল মিডিয়ায় নতুন করে শেয়ার করছেন নেটিজেনরা।
অভিষেক-ঐশ্বর্যার সংসার ভাঙার জল্পনার মাঝেই জয়া বচ্চনের এই পুরনো ভিডিও ফের ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, একটি বই প্রকাশের অনুষ্ঠানে গিয়েছেন জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শ্বেতা নন্দা, অভিষেক এবং নব্যা নভেলি। অনুষ্ঠানে হাজির সকল দর্শকের সামনেই, অভিষেকের বাগদানের কথা ঘোষণা করেছেন জয়া। পরে সেই বাগদান হয়েও যায়।
এক প্রতিবেদনে তথ্য অনুযায়ী, ২০০২ সালে অমিতাভ বচ্চনের ৬০-তম জন্মদিনে বাগদান হয় অভিষেক আর করিশ্মার। ২০০৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় অভিষেক আর করিশ্মার বাগদান। অবশ্য এর কারণ এখনও জানা যায়নি।