পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা, অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং অন্যান্য তথ্যের জন্য UPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রার্থীদের।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 June 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি (NDA) এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (CDS) II পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়াল ইউপিএসসি (UPSC)। আগ্রহী প্রার্থীরা ২০ জুন, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা UPSC-এর অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন NDA ও CDS II ২০২৫ পরীক্ষার জন্য? ধাপে ধাপে দেখে নিন
NDA ও INA পরীক্ষা সম্পর্কে
NDA (ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি) এবং INA (ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি) পরীক্ষার আয়োজন করে UPSC। এই পরীক্ষার মাধ্যমে সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হয়। বছরে দু’বার হয় এই পরীক্ষা, যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
১. লিখিত পরীক্ষা
২. SSB ইন্টারভিউ
কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস
CDS বা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস একটি সর্বভারতীয় স্তরের পরীক্ষা, যা বছরে দু’বার নেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা, বায়ুসেনা ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে অফিসার পদে যোগ দিতে আগ্রহীরা এই পরীক্ষায় বসেন।
নিয়োগ প্রক্রিয়া
১. লিখিত পরীক্ষা
২. সার্ভিস সিলেকশন বোর্ড (SSB)-এর ইন্টারভিউ
৩. মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই
পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা, অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং অন্যান্য তথ্যের জন্য UPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রার্থীদের।