শেষ আপডেট: 16th July 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: ভাল রেজাল্ট করা বহু ছাত্রছাত্রীই ডাক্তার হতে চায়। কিন্তু সকলে হয়তো সুযোগ পায় না। তবে ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অপরিহার্য চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসক ও রোগীদের মধ্যে এক দারুণ সংযোগসূত্র হয়ে ওঠেন এই নার্সরাই। কোথাও আবার তাঁরাই অগ্রণী ভূমিকা পালন করেন রোগী শুশ্রূষায়। নার্সিং নিয়ে পড়াশোনা করে কেরিয়ার গড়ার ক্ষেত্রে এসএনইউ-এর নাম আসে সামনের সারিতেই।
নার্সিং কোর্স সেই অর্থে নতুন কিছু নয়, বহু কলেজেই বহু বছর ধরে পড়ানো হয়। কিন্তু তার পরেও এসএনইউ-এর কোর্সের গঠন, পড়ানোর ধরনে সেটি অনন্য হয়ে উঠেছে গত কয়েক বছর ধরে। সেই সঙ্গে রয়েছে ইন্টার্নশিপের এবং ক্যাম্পাসিংয়ের প্রচুর সুযোগ।
এই নিয়েই আলোচনা করলেন, নতুন দিশা দেখালেন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নার্সিং বিভাগের প্রধান, প্রফেসর ডক্টর নিয়তি কর। এসএনইউ-তে নার্সিং পড়ার কোর্সের বেসিক স্ট্রাকচার কীরকম, কত বছর ধরে পড়ানো হয়, ক্যাম্পাসিং কীরকম হয়, সর্বোপরি এত কলেজ থাকার পরেও এসএনইউ কেন আর পাঁচটা প্রতিষ্ঠানের থেকে আলাদা-- সবটাই বিস্তারিত ভাবে বুঝিয়ে বললেন তিনি। জানালেন, হাতে-কলমে কীভাবে শেখানো হয় নার্সিংয়ের খুঁটিনাটি।
এসএনইউ-এর নার্সিং বিভাগের সমস্ত তথ্য জানতে দেখুন এই ভিডিও।