Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
NEET UG 2025 Result

NEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিন

অধির আগ্রহে অপেক্ষা করছে হাজার হাজার পড়ুয়া। ফল প্রকাশের ঠিক আগের মুহূর্তে পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।

NEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিন

ফাইল ছবি

শেষ আপডেট: 14 June 2025 06:54

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশিত হতে চলেছে নিট ইউজি ২০২৫ (NEET UG 2025)-এর। অধির আগ্রহে অপেক্ষা করছে হাজার হাজার পড়ুয়া। ফল প্রকাশের ঠিক আগের মুহূর্তে পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।

পরীক্ষার্থীরা তাঁদের স্কোরকার্ড এবং উত্তরপত্র দেখতে ও ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে।

চলতি বছরের নিট হয়েছিল ৪ মে, দেশের ৫৫৭টি শহরের ৪,৭৫০টি কেন্দ্রে প্রায় ২২.৭ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এমনকি দেশের বাইরেও ১৪টি বিদেশি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল।

কীভাবে ফলাফল চেক করবেন?

যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে ফল প্রকাশের পর ধাপে ধাপে গিয়ে নিজের স্কোরকার্ড দেখে নিতে পারেন।

  • প্রথমে নিটের অফিসিয়াল ওয়েবসাইটে যান- neet.nta.nic.in
  • ফলাফলের লিঙ্কে ক্লিক করুন (Result Link of NEET UG)
  • রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করুন
  • স্কোরকার্ড স্ক্রিনে দেখা যাবে, সেখান থেকে তা ডাউনলোড করে রাখুন

এই স্কোরকার্ড ভবিষ্যতে অ্যাডমিশন ও কাউন্সেলিংয়ের সময় বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে। তাই এটি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

কাউন্সেলিং ও কাট-অফ সংক্রান্ত আপডেট

ফল প্রকাশের পর সফল পরীক্ষার্থীরা অল ইন্ডিয়া কোটা (AIQ) ভিত্তিক কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন, যা পরিচালনা করবে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (Medical Counselling Committee বা MCC)। এছাড়াও বিভিন্ন রাজ্যের নিজস্ব কাউন্সেলিং প্রক্রিয়াও চলবে সমান্তরালভাবে।

গত বছর অর্থাৎ ২০২৪-এ সাধারণ বিভাগের জন্য নিট ইউজি-র যোগ্যতা সূচক (qualifying percentile) ছিল ৫০ পার্সেন্টাইল, এবং OBC, SC ও ST বিভাগের জন্য ছিল ৪০ পার্সেন্টাইল। এ বছরেও কাট অফ এর ধারে কাছেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনটিএ জানিয়েছে, ২০২৫-এর ক্ষেত্রে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর অনুসারে পার্সেন্টাইল নির্ধারণ করা হবে।

এবারও প্রায় একই সময়রেখা ধরে নিয়েই চলছিল। তবে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম, তবে প্রতিযোগিতা বরাবরের মতোই তীব্র।

সফল পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত neet.nta.nic.in ওয়েবসাইটে চোখ রাখতে, যাতে ফলাফল ও পরবর্তী ধাপের বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়।


ভিডিও স্টোরি