নিট ইউজি-র স্কোর ব্যবহার করা হবে MBBS, BDS, BSC (Hons) নার্সিং, পশুচিকিৎসা এবং AYUSH (BAMS, BUMS, BHMS, BSMS)-এর মতো কোর্সগুলির ভর্তি প্রক্রিয়ায়।
রাজস্থানের মহেশ
শেষ আপডেট: 14 June 2025 11:25
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল নিট ২০২৫ (NEET UG 2025)-এর ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি)সোমবার জানাল, ৪ মে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২২,০৬,০৬৯ জন। দেশজুড়ে ৫,৪৬৮টি কেন্দ্রে এবং দেশের বাইরের ১৪টি স্থানে পরীক্ষা নেওয়া হয়। বিদেশের মধ্যে ছিল দুবাই, দোহা, সিঙ্গাপুর ও কাঠমান্ডু-সহ একাধিক কেন্দ্র।
মহিলা পরীক্ষার্থীর সংখ্যায় এবারও ছিল চোখে পড়ার মতো বৃদ্ধি। প্রায় ১৩.১ লক্ষ ছাত্রী অংশ নেন, যা ৯.৬৫ লক্ষ পুরুষ পরীক্ষার্থীর তুলনায় অনেক বেশি।
শীর্ষস্থান দখল করলেন রাজস্থানের হনুমানগড় জেলার মহেশ কুমার। অল ইন্ডিয়া র্যাঙ্ক ১-এর অধিকারী এই ছাত্র সিকারে থেকে প্রস্তুতি নিয়েছিলেন। তাঁর প্রাপ্ত পার্সেন্টাইল ৯৯.৯৯৯৯৫৪৭। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশের উৎকর্ষ আওধিয়া ও তৃতীয় স্থানে মহারাষ্ট্রের কৃষাং জোশী। এবারের শীর্ষ ১০-এ প্রধানত দিল্লি, গুজরাত, পাঞ্জাব ও মহারাষ্ট্রের ছাত্রছাত্রীরাই জায়গা করে নিয়েছেন।
শীর্ষ ১০-এ কোন রাজ্যের কত জন?
শ্রেণি অনুসারে আবেদনকারীদের পরিসংখ্যান অনুযায়ী, OBC শ্রেণির পরীক্ষার্থীরাই সংখ্যায় সবচেয়ে বেশি প্রায় ৯.৪ লক্ষ। এরপর রয়েছে জেনারেল (৬.৮৯ লক্ষ), SC (৩.৩ লক্ষ), EWS ও এসটি—দু’টি শ্রেণিরই পরীক্ষার্থী প্রায় ১.৫ লক্ষ করে।
নিটের ফল কোথায় কাজে লাগবে?
নিট ইউজি-র স্কোর ব্যবহার করা হবে MBBS, BDS, BSC (Hons) নার্সিং, পশুচিকিৎসা এবং AYUSH (BAMS, BUMS, BHMS, BSMS)-এর মতো কোর্সগুলির ভর্তি প্রক্রিয়ায়।
ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই NTA-র দায়িত্ব শেষ হলেও রাজ্য ও কেন্দ্রীয় স্তরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সেলিংয়ের জন্য মেধা তালিকা তৈরি করবে। অল ইন্ডিয়া কোটার (AIQ) আসনের কাউন্সেলিংয়ের দায়িত্বে থাকবে MCC (মেডিক্যাল কাউন্সেলিং কমিটি)। রাজ্য স্তরের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া চালাবে রাজ্য সরকারগুলি নিজস্ব নিয়মানুযায়ী।
ফলাফলটি ১৫ শতাংশ VCI কোটার অধীন BVSc ও AH কোর্স এবং AYUSH-র AACCC কাউন্সেলিংয়েও প্রযোজ্য হবে। সব পরীক্ষার্থী এখন neet.nta.nic.in-এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের লগ-ইন তথ্য দিয়ে স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন।