শেষ আপডেট: 6th May 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: ৬ মে, সোমবার নির্ধারিত সময়ে প্রকাশিত হল আইসিএসই-আইএসসি পরীক্ষার ফলাফল। দুই ক্ষেত্রেই পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। সার্বিকভাবে গত বছরের তুলনায় পাশের হারও বেড়েছে বলে জানিয়েছে বোর্ড।
২০২৩ সালে দশম শ্রেণিতে পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৯৯.৪৭ শতাংশ। গত বছর দ্বাদশ শ্রেণির পাশের হার ছিল ৯৬.৯৩ শতাংশ যা এবার বেড়ে হয়েছে ৯৮.১৯ শতাংশ। চলতি বছর আইসিএসই দশম শ্রেণিতে পাশের হারে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। তাদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৯৯.৩১। অন্যদিকে, দ্বাদশ শ্রেণিতে ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ, যেখানে ৯৮.৯২ শতাংশ পাশ করেছে মেয়েরা।
কীভাবে রেজাল্ট দেখা যাবে-
পরীক্ষার্থীরা cisce.org, cisceresult.in, results.cisce.org – এই তিনটি ওয়েবসাইট থেকে আইসিএসই ও আইএসসি-র রেজাল্ট দেখতে পারবে।
রেজাল্ট জানতে দুই শ্রেণির পড়ুয়াদের ইউনিক আইডি, রোল নম্বর, জন্ম তারিখ দিতে হবে।
এরপর উল্লেখিত লিঙ্কে গিয়ে ইউনিক আইডি ও রোল নম্বর দিয়ে লগ ইন করলেই রেজাল্ট দেখা যাবে।
এছাড়া ডিজিলকার অ্যাপের মাধ্যমে এবং ৯২৪৮০৮২৮৮৩- নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখা যাবে।
চলতি বছর আইসিএসই দশম শ্রেণিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২,৪৩,৬১৭ জন। তার মধ্যে ২,৪২,৩২৮ জন পাশ করেছে। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯,৯০১ জন। পাশ করেছে ৯৮,০৮৮ জন। দুই পরীক্ষাতেই মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি ছিল। তবে পাশের হারে তার প্রভাব পড়তে দেয়নি মেয়েরা।
পশ্চিমবঙ্গেরও পাশের হার আগের থেকে বেড়েছে। চলতি বছর আইসিএসই দশম শ্রেণিতে বাংলায় পাশের হার ৯৯.২২ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে ৯৭.৮০ শতাংশ।