Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত 'রাতে বাড়িতে খাব,' মাকে ফোনের পরই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, উদ্ধার গাড়ি ও মোবাইলটোটা, এক লড়াইয়ের নাম, ঋতুপর্ণর ছবিতে হিরো হয়েও সে ছবি আলোর মুখ দেখেনি নিউ আলিপুরে লরিতে ভাঙচুর: থানার চার এসআইকে সাসপেন্ড, বিভাগীয় তদন্তের নির্দেশ
CISF Announces Multiple Vacancies

CISF Recruitment: মহিলাদের জন্য দারুণ খবর! সিআইএসএফে এক গুচ্ছ শূন্যপদ, অনলাইনে শুরু আবেদন

সিআইএসএফের তরফে জানানো হয়েছে, যারা আবেদন করছেন, তাঁদের অবশ্যই সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত সব যোগ্যতা পূরণ করতে হবে।

CISF Recruitment: মহিলাদের জন্য দারুণ খবর! সিআইএসএফে এক গুচ্ছ শূন্যপদ, অনলাইনে শুরু আবেদন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 May 2025 06:55

দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স  বা CISF-এ চাকরির সুযোগ! হ্যাঁ ঠিকই শুনছেন। কেন্দ্রীয় সরকারি এই বাহিনীতে রয়েছে শূন্যপদ। দ্রুত নিয়োগ করা হবে।

জানা গেছে, স্পোর্টস কোটার অধীনে ২০২৫ সালে মহিলা হকি খেলোয়াড়দের জন্য হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৩০টি শূন্যপদে নিয়োগ হবে, এবং শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই হকি খেলায় রাজ্য, জাতীয় বা আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থাকতে হবে।

অনলাইনে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সিআইএসএফের অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল — cisfrectt.cisf.gov.in — এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১১ মে, ২০২৫। আবেদন করতে পারবেন ৩০ মে, ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)।

মোট শূন্যপদ রয়েছে ৩০টি। নিয়োগের সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারিত হলেও প্রশাসনিক প্রয়োজনে তা পরিবর্তিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে পাশ করা হতে হবে এবং হকি খেলায় রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করার প্রমাণ থাকতে হবে। প্রার্থীর বয়স ১ অগস্ট ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ অগস্ট ২০০২ থেকে ১ আগস্ট ২০০৭-এর মধ্যে।

লেভেল-৪ পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন হবে এক্ষেত্রে ২৫,৫০০  টাকা থেকে ৮১,১০০ টাকা (প্লাস কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রযোজ্য)।

কীভাবে আবেদন করবেন?

১. প্রথমে cisfrectt.cisf.gov.in ওয়েবসাইটে যান
২. 'Login' সেকশনে গিয়ে 'New Registration' অপশনে ক্লিক করুন
৩. ব্যক্তিগত, যোগাযোগ এবং শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন
৪. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন এবং ডিক্লারেশন সম্পূর্ণ করুন
৫. ফর্ম জমা দিন এবং রেজিস্ট্রেশন ডিটেলস সংরক্ষণ করুন


সিআইএসএফের তরফে জানানো হয়েছে, যারা আবেদন করছেন, তাঁদের অবশ্যই সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত সব যোগ্যতা পূরণ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার যে কোনও ধাপে (ট্রায়াল টেস্ট, দক্ষতা পরীক্ষা, শারীরিক মান যাচাই, নথিপত্র যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার আগে বা পরে) যদি দেখা যায় কোনও প্রার্থীর যোগ্য মিছলছে না, তাহলে তাঁর আবেদন বাতিল করে দেওয়া হবে।

যেহেতু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে, তাই শেষ মুহূর্তে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন না হতে চাইলে আগেভাগেই আবেদন সম্পন্ন করে ফেলুন।


ভিডিও স্টোরি