শেষ আপডেট: 2nd November 2024 15:19
দ্য ওয়াল ব্যুরো: আপনি বা আপনার কোনও চেনা মানুষ কী যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন? তাহলে আপনাদের জন্য উইন্টার ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে গুগল। রেজিস্টার করা যাবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত।
১২-১৪ সপ্তাহর এই ইন্টার্নশিপে একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আবেদনকারীদের। বিভিন্ন কোম্পানি থেকে লোকজন এসে গুরুত্বপূর্ণ তথ্য ও নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করবেন। এই ইন্টারশিপের জন্য কীভাবে আবেদন জানাবেন বা কোথায় কখন হবে, সব তথ্য রইল।
গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ
যোগ্যতা -
- আবেদনের জন্য প্রথমেই যা প্রয়োজন, তা হল সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই ধরনের কোনও টেকনিক্যাল ফিল্ডে পিএইচডি।
- সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোডিং, সি বা সি প্লাস প্লাস, জাভা, পাইথন এই সব সফটওয়্যারে পারদর্শী হতে হবে।
- অ্যাল্গোরিদম বা ডেটা স্ট্রাকচারে অভিজ্ঞতা থাকতে হবে। প্রোফেশনাল অভিজ্ঞতা না থাকলেও কোনও প্রজেক্ট বা কিছুতে এর ওপর অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
ঠিক কী কী দায়িত্ব থাকবে -
- কাজের জায়গায় ভাল পরিবেশ বজায় রাখতে ম্যানেজার এবং বাকী টিমের সদস্যদের সঙ্গে সহযোগিতা করতে হবে।
- রিয়্যাল ওয়ার্ল্ডের যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলি সামলাতে কম্পিউটার নিয়ে যা জ্ঞান রয়েছে, সেই জ্ঞানকে কাজে লাগানো।
- তথ্য বিশ্লেষণ করে ফল বুঝে সমস্যা সমাধানের চেষ্টা করা।
এই সব মানদণ্ড মিলে গেলে আবেদন করতে পারবেন এই ইন্টার্নশিপের জন্য। আবেদন করতে পারবেন গুগল ডট কম/অ্যাবাউট/কেরিয়ার থেকে।