সাংবাদিকতার অন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রেডিও ও টেলিভিশন সম্পর্কেও বিভিন্ন ক্লাস নেওয়া হয়েছে এই ইন্টার্নশিপে।
শেষ আপডেট: 18 June 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকতা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়। এর বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ ছাত্র-ছাত্রীদের শেখাতে উদ্যোগ নিয়েছে কলকাতা নামজাদা উচ্চ শিক্ষায়তন উইমেন্স কলেজ ক্যালকাটার ( Women's College, Calcutra) সাংবাদিকতা ও গণজ্ঞাপনের স্নাতকোত্তর বিভাগ Journalism and Mass Communication)। তারা আয়োজন করেছিল সামার ইন্টার্নশিপের (Summer Internship)।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) যে অল্প কয়েকটি কলেজে স্নাতকদের কোর্স পড়ানো হয় উইমেন্স কলেজ ক্যালকাটা তার অন্যতম। বাগবাজারের এই কলেজটিতে সিলেবাস মেনে ক্লাসের পাশাপাশি বছরভর চলে সেমিনার (Seminar), ওয়ার্কশপ (Workshop), প্রশিক্ষণ (Training), বিতর্কসভা (Debate)। এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন কলেজের অধ্যক্ষা অধ্যাপক ড. অনুপমা চৌধুরী।
সাংবাদিকতার ইন্টার্নশিপটি ১৫ দিন, ৬০ ঘণ্টা ব্যাপী চলে। শুরু হয় ২ জুন থেকে। মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ (Raja Manindra Chandra College), সুরেন্দ্রনাথ কলেজ ফর গার্লস ( Surendranath College for Girls) এবং উইমেন্স কলেজ ক্যালকাটার (Women's College, Calcutta) ছাত্রীরা এই কোর্সে যোগদান করে।
কলেজের অধ্যক্ষা অধ্যাপক ড. চৌধুরী ও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বিশ্বজিৎ দাসের তত্ত্বাবধানে এই ইন্টার্নশিপে হাতে কলমে শিক্ষা দেন কলকাতার বিশিষ্ট সাংবাদিকেরা।
ছাত্রীদের বক্তব্য, ১৫ দিনব্যাপী এই ইন্টার্নশিপে তাঁরা সাংবাদিকতার বিভিন্ন দিক শিখেছে। কীভাবে একটি নিউজ উপস্থাপন করতে হয় কিংবা ডিজিটাল মিডিয়া আজকের যুগে কতটা প্রাসঙ্গিক, ভিজুয়ালের মাধ্যমে কীভাবে গল্প বলা যায় এই সমস্ত কিছু শিখেছে ছাত্রছাত্রীরা।
পড়ুয়াদের সঙ্গে কোর্স কো অর্ডিনেটর ড. বিশ্বজিৎ দাস
সাংবাদিকতার অন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রেডিও ও টেলিভিশন সম্পর্কেও বিভিন্ন ক্লাস নেওয়া হয়েছে এই ইন্টার্নশিপে।
কোর্স কো-অর্ডিনেটর বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ক্লাস শেষে ছাত্রীরা শিক্ষকদের সাক্ষাৎকার নেন। সেগুলি সমাজমাধ্যমে শেয়ার করা হবে। তিনি আরও জানান, 'সাংবাদিকতার পরিসর যেভাবে বাড়ছে তাতে বইয়ের বাইরে গিয়ে হাতে-কলমে কাজ শেখাটা প্রত্যেক ছাত্র-ছাত্রীর দরকার। এই ধরনের ইন্টার্নশিপ সেই পথেই তাদের এক ধাপ এগিয়ে দেবে। এমন উদ্যোগ তাঁরা নিয়মিত চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বলেছেন কলেজের অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী ইন্টার্নশিপ সম্পর্কে বলেন 'এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের অনেক কিছু শেখার সুযোগ করে দেয়। আমাদের কলেজে এইরকম একটি সুন্দর ব্যবস্থা ছাত্রীদের করে দিতে পারায় আমি খুবই আনন্দিত।
কলেজের অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী
কলেজের যাবতীয় উদ্যোগে পাশে থাকা, সমর্থন ও নির্দেশনার জন্য অধ্যক্ষা উইমেন্স কলেজ কলকাতার পরিচালন সমিতির সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং মহিলা ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী ড. শশী পাঁজার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রশংসা করেন অধ্যাপক ড. বিশ্বজিৎ দাসের উদ্যোগের।