দ্য ওয়াল ব্যুরো: পুরনো ড্রাইভিং লাইসেন্স নিয়ে কয়েক মাস পরেই সমস্যার মুখে পড়তে পারেন চালকেরা। সূত্রের খবর, আগামী বছরের ১ জুলাই থেকে দেশের সমস্ত গাড়ি চালকেরা পাবেন নতুন ড্রাইভিং লাইসেন্স৷ দেশের সব ক’টি রাজ্য-সহ সমস্ত কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতেই এই নয়া নিয়ম জারি হতে চলেছে৷ সারা দেশের ড্রাইভিং লাইসেন্সের প্যাটার্ন একই রকম হবে৷
নতুন ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মিল রয়েছে এটিএম কার্ডের৷ কারণ এটিএম কার্ডের মতো ড্রাইভিং লাইসেন্সেও থাকবে একটি মাইক্রোচিপ৷ সেই চিপে আবার থাকবে একটি বিশেষ, ইউনিক কিউআর কোড৷ এ ছাড়াও ড্রাইভিং লাইসেন্সের কার্ডে থাকবে চালক এবং গাড়ির সমস্ত খুঁটিনাটি তথ্যও৷ সর্বোপরি, এই কার্ডে থাকবে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) পরিষেবা৷
ড্রাইভিং লাইসেন্সের এই নয়া ফিচারের মারফত ট্র্যাফিক পুলিশের হাতের মুঠোয় থাকবে গাড়ির চালকের সমস্ত তথ্য৷ এই কার্ড স্ক্যান করার জন্য পুলিশের কাছেও থাকবে একটি বিশেষ যন্ত্র৷ সেই যন্ত্র মারফত যুক্ত করা যাবে ড্রাইভিং লাইসেন্সের NFC. সেই NFC মারফত সমস্ত তথ্যই পেয়ে যাবেন দায়িত্বরত ট্র্যাফিক পুলিশ কর্মী৷
কোনও গাড়ির চালক যদি ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করেন, তা হলে সেই ঘটনার সমস্ত তথ্যই ড্রাইভিং লাইসেন্সের চিপে জমা পড়ে যাবে ৷ যার জেরে কোনও চালকের সমস্ত পুরোনো ট্র্যাক রেকর্ড পেয়ে যাবেন পুলিশকর্মী৷ এ ছাড়াও ওই চিপেই গাড়ির ট্যাক্স, বিমা-সংক্রান্ত সমস্ত তথ্য মজুত থাকবে ৷