পরিসংখ্যান বলছে, জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডে এর আগে মাত্র চারজন ভারতীয় ব্যাটারই সেঞ্চুরি করেছেন।
যশস্বী জয়সওয়াল
শেষ আপডেট: 20 June 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: লিডসে সেঞ্চুরি করে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম অন্তর্ভুক্ত করে নিলেন তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে ইংল্যান্ডে। এদিন লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচ। টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ভারতকে ব্যাটিং করতে পাঠান। শুরু থেকেই ছন্দে দেখা যায় ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলকে।
স্কোরবোর্ডে যখন ওপেনিং জুটির রান ৯১ তখন ৭৮ বলে ৪২ রান করে ব্রাইডন কার্সের বলে আউট হন রাহুল। দ্রুত পড়ে আরও একটি উইকেট। এরপরই অধিনায়ক শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে লিডসে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ১৬টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়ে ১৪৪ বলে ১০০ রান করে ইতিহাসে নিজের নাম লিখে ফেলেন যশস্বী।
এর আগে এই মাঠে সর্বোচ্চ ৮৭ রানের রেকর্ড ছিল ফারুখ ইঞ্জিনিয়ারের। তবে বিদেশের মাটিতে এর আগেও সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে এই তরুণের। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজেও সেঞ্চুরি করেছিলেন যশস্বী। অস্ট্রেলিয়াতেও সেই ধারা বজায় রেখেছিলেন। এবার লিডসে। যশস্বীর ঝুলিতে এই মুহূর্তে পাঁচটি সেঞ্চুরি।
পরিসংখ্যান বলছে, জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডে এর আগে মাত্র চারজন ভারতীয় ব্যাটারই সেঞ্চুরি করেছেন। এরা হলেন, মুরলী বিজয় (২০১৪ সালে ১৪৬), বিজয় মঞ্জরেকর (১৯৫২ সালে ১৩৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৬ সালে ১৩১) ও সন্দীপ পাটিল (১৯৮২ সালে অপরাজিত ১২৯)। পঞ্চম ব্যাটার হিসেবে সেই তালিকায় ঢুকে পড়লেন যশস্বী জয়সওয়াল।
তবে সেঞ্চুরি করার কিছু পরেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হয়ে ফিরে যান যশস্বী (১৫৯ বলে ১০১ রান)।