Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
2027 WTC Final

WTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?

আইসিসি ভারতে ফাইনাল আয়োজন করতে প্রস্তুত নয়। পরবর্তী তিনটি ফাইনালের জন্য আইসিসি ইংল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে। 

WTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?

আইসিসি-বিসিসিআই

শেষ আপডেট: 14 June 2025 07:56

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়ার সন্ধিক্ষণে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে হলে আর মাত্র ৬৯ রান করতে হবে প্রোটিয়াদের। হাত রয়েছে আট উইকেট। এমন পরিস্থিতিতেটেস্ট এ বছর নতুন চ্যাম্পিয়ন পেতে পারে। নিউজিল্যান্ড ২০২১ সালে এবং অস্ট্রেলিয়া ২০২৩ সালে খেতাব জিতেছিল। তবেভারতীয় দল আগের দু ফাইনালে উঠলেও হেরে গিয়েছিল। 

ইতিমধ্যে ভারতীয় বোর্ড (BCCI) পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (Next WTC Final) আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। তবেসেই আশা পূর্ণ হবে বলে মনে হচ্ছে না।

 

কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, আইসিসি ভারতে ফাইনাল আয়োজন করতে প্রস্তুত নয়। পরবর্তী তিনটি ফাইনালের জন্য আইসিসি ইংল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে। 

টেলিগ্রাফ ইউকে-র একটি প্রতিবেদন অনুসারেপ্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং প্যাট কামিন্সের সমর্থন সত্ত্বেওডব্লিউটিসি ফাইনাল ইংল্যান্ডের বাইরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা কম। প্রতিবেদন অনুসারেআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ECB) পরবর্তী তিনটি উইন্ডোতে ইংল্যান্ডে ফাইনাল আয়োজনের ইচ্ছা জানিয়েছে। টেলিগ্রাফ ইউকে বলেছে, "ভারত এই শোপিস ইভেন্টটি আয়োজনের ইচ্ছা প্রকাশ করলেও ইংল্যান্ড ক্রিকেট আইসিসির সঙ্গে পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য একমত হওয়ার কাছাকাছি রয়েছে।"

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) শুরু হয় ২০১৯ সালে। এই সময়ে দলগুলি দুই বছরের চক্রে নিজেদের মধ্যে টেস্ট সিরিজ খেলে থাকে। পয়েন্ট শতাংশের ভিত্তিতে শীর্ষ দু দল ফাইনালে মুখোমুখি হয়। এখন পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর BCCI ভারতে ফাইনাল ম্যাচটি আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল।

বর্তমান আইসিসি সভাপতি হলেন জয় শাহযিনি বিসিসিআইয়ের সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ভারত যখন ফাইনাল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিলতখন জয় শাহ ছিলেন বিসিসিআই সচিব। প্রতিবেদন অনুসারেআইসিসির স্টেকহোল্ডাররা এই বিষয়ে আলোচনা করেছেনকিন্তু তারা ভারতে ফাইনাল আয়োজনে রাজি হননি বলে মনে হচ্ছে। এখন ইংল্যান্ড পরবর্তী তিনটি সংস্করণের (২০২৭২০২৯ এবং ২০৩১) ফাইনাল আয়োজনের অনুমোদন পেতে পারে। জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত তাদের পরবর্তী বার্ষিক সম্মেলনে আইসিসি এটি ঘোষণা করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, আগামী মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত অনুমোদিত হবে। একই সঙ্গেঅস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল শেষ হওয়ার পরপরই ইসিবি ২০২৭ সালের ডব্লিউটিসিলিও ফাইনালের পরিকল্পনা শুরু করবে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ফাইনাল আয়োজন করা সত্ত্বেওইংল্যান্ড প্রতিটিতেই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে।


ভিডিও স্টোরি