Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
WTC 2023-25 Final

WTC Final: প্রথম দিন যা ঘটল তা ইংল্যান্ডের ১৪৫ বছরের ক্রিকেট ইতিহাসে ঘটেনি

১৮৮০ সাল থেকে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে। তারপর থেকে এই ফাইনাল পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ৫৬১টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই রেকর্ডটি কখনও তৈরি হয়নি। 

WTC Final: প্রথম দিন যা ঘটল তা ইংল্যান্ডের ১৪৫ বছরের ক্রিকেট ইতিহাসে ঘটেনি

খাতা না খুলেই আউট হওয়ার পর উসমান খোয়াজা ও এইডেন মার্করাম

শেষ আপডেট: 12 June 2025 06:46

দ্য ওয়াল ব্যুরো: লর্ডসে (Lords’) বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ ফাইনাল (WTC 2023-25 Final)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেতাব রক্ষার লড়াইয়ে নেমেছ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Australi vs South Africa)। ইংল্যান্ডের আবহাওয়ায় বরাবরই পেসাররা সাহায্য পেয়ে থাকেন, এবারও সেটাই দেখা গেল। প্রথম দিনই পড়ল ১৪টি উইকেট। যার মধ্যে পেসাররা নিলেন ১২টি উইকেট।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। প্রোটিয়া পেসারদের মধ্যে কাগিসো রাবাদা নিলেন ৫১ রানে পাঁচ উইকেট এবং মার্কো জ্যানসেন ৪৯ রানে তিন উইকেট। এই দুই ফাস্টবোলারের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২১২ রানে। 

অবশ্য প্রথম দিন শেষে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। ৪৩ রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। মিচেল স্টার্ক (১০ রানে দুটি উইকেট) দুই ওপেনার এইডেন মার্করাম (০) এবং রায়ান রিকেলটনকে (১৬) দ্রুত প্যাভিলিয়নে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে ভাল শুরু এনে দেন। পাশাপাশি অধিনায়ক প্যাট কামিন্স নিয়েছেন ১৪ রানে একটি উইকেট এবং জশ হ্যাজেলউড দশ রান দিয়ে পকেটস্থ করেছেন একটি উইকেট।

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালের প্রথম দিনেই একটি রেকর্ড হয়েছে যা কখনওই কাম্য নয়। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এরকম রেকর্ড আগে দেখা যায়নি।

এই অবাঞ্চিত রেকর্ডটি (Unwanted record) হল, উভয় দলের এক নম্বর ব্যাটারই খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন

১৮৮০ সাল থেকে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে। তারপর থেকে এই ফাইনাল পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ৫৬১টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই রেকর্ডটি কখনও তৈরি হয়নি। এবার ফাইনালে, প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত কোনও টেস্টে উভয় দলের এক নম্বর ব্যাটার (প্রথম বলে স্ট্রাইক নেওয়া ব্যাটাশূন্য রান করে আউট হয়েছেন। বুধবার, প্রথমে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা শূন্য রানে আউট হন। রাবাদা তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান। এর পরেপ্রোটিয়া ওপেনার এইডেন মার্করামও প্রথম ইনিংসে খাতা খুলতে পারেননি। 

ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এই অবাঞ্ছিত রেকর্ডটি প্রথমবারের মতো তৈরি হলেও সামগ্রিকভাবে (সমস্ত দেশ-সহ), এটি দশমবারের মতো ঘটেছে। 

প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার ডেভিড বেডিংহাম আট রানে  অধিনায়ক টেম্বা বাভুমা তিন রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ১৬৯ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে প্রোটিয়ারা।


ভিডিও স্টোরি