১৮৮০ সাল থেকে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে। তারপর থেকে এই ফাইনাল পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ৫৬১টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই রেকর্ডটি কখনও তৈরি হয়নি।
খাতা না খুলেই আউট হওয়ার পর উসমান খোয়াজা ও এইডেন মার্করাম
শেষ আপডেট: 12 June 2025 06:46
দ্য ওয়াল ব্যুরো: লর্ডসে (Lords’) বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ ফাইনাল (WTC 2023-25 Final)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেতাব রক্ষার লড়াইয়ে নেমেছ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Australi vs South Africa)। ইংল্যান্ডের আবহাওয়ায় বরাবরই পেসাররা সাহায্য পেয়ে থাকেন, এবারও সেটাই দেখা গেল। প্রথম দিনই পড়ল ১৪টি উইকেট। যার মধ্যে পেসাররা নিলেন ১২টি উইকেট।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। প্রোটিয়া পেসারদের মধ্যে কাগিসো রাবাদা নিলেন ৫১ রানে পাঁচ উইকেট এবং মার্কো জ্যানসেন ৪৯ রানে তিন উইকেট। এই দুই ফাস্টবোলারের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২১২ রানে।
অবশ্য প্রথম দিন শেষে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। ৪৩ রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। মিচেল স্টার্ক (১০ রানে দু’টি উইকেট) দুই ওপেনার এইডেন মার্করাম (০) এবং রায়ান রিকেলটনকে (১৬) দ্রুত প্যাভিলিয়নে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে ভাল শুরু এনে দেন। পাশাপাশি অধিনায়ক প্যাট কামিন্স নিয়েছেন ১৪ রানে একটি উইকেট এবং জশ হ্যাজেলউড দশ রান দিয়ে পকেটস্থ করেছেন একটি উইকেট।
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালের প্রথম দিনেই একটি রেকর্ড হয়েছে যা কখনওই কাম্য নয়। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এরকম রেকর্ড আগে দেখা যায়নি।
Kagiso Rabada delivers big time for South Africa with two wickets in an over 🔥
Catch the action live on our official broadcasters here ➡ https://t.co/oas2Rsdptj#Cricket #CricketReels #WTC25 pic.twitter.com/I9vOR8nCup— ICC (@ICC) June 11, 2025
এই অবাঞ্চিত রেকর্ডটি (Unwanted record) হল, উভয় দলের এক নম্বর ব্যাটারই খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।
Frames from a gripping opening day of the Ultimate Test at Lord's 📸🥵#SAvAUS #WTC25 pic.twitter.com/sHyplzkfxT
— ICC (@ICC) June 11, 2025
১৮৮০ সাল থেকে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে। তারপর থেকে এই ফাইনাল পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ৫৬১টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই রেকর্ডটি কখনও তৈরি হয়নি। এবার ফাইনালে, প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত কোনও টেস্টে উভয় দলের এক নম্বর ব্যাটার (প্রথম বলে স্ট্রাইক নেওয়া ব্যাটার) শূন্য রান করে আউট হয়েছেন। বুধবার, প্রথমে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা শূন্য রানে আউট হন। রাবাদা তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান। এর পরে, প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামও প্রথম ইনিংসে খাতা খুলতে পারেননি।
ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এই অবাঞ্ছিত রেকর্ডটি প্রথমবারের মতো তৈরি হলেও সামগ্রিকভাবে (সমস্ত দেশ-সহ), এটি দশমবারের মতো ঘটেছে।
প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার ডেভিড বেডিংহাম আট রানে ও অধিনায়ক টেম্বা বাভুমা তিন রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ১৬৯ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে প্রোটিয়ারা।