রায়ান রিকেলটনকে ফেরানোর পরই ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামির রেকর্ড ভেঙে ফেলেন স্টার্ক। এই রেকর্ডটি এর আগে শামির নামে ছিল, যিনি চারটি আইসিসি ফাইনালে ১০ উইকেট নিয়েছিলেন।
মিচেল স্টার্ক
শেষ আপডেট: 12 June 2025 07:38
দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে লর্ডসে (Lords’) শুরু হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC 2023-25 Final)। ফাইনালের দুই প্রতিপক্ষ হল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Australi vs South Africa)। প্রথম দিন পেসাররাই দাপট দেখিয়েছেন। ১৪টি উইকেটের মধ্যে ১২টি উইকেট দখল করেছেন ফাস্ট বোলাররাই।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। এরপর কাগিসো রাবাদা (৫ উইকেট), মার্কো জ্যানসেন (২ উইকেট) ও লুঙ্গি এনগিডির (২ উইকেট) দাপটে মাত্র ২১২ রানেই শেষ হয় অজিদের প্রথম ইনিংস। ব্যাগি গ্রিনদের হয়ে সর্বোচ্চ রান করেন বিউ ওযেবস্টার (৭২)। এছাড়া প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ করেন ৬৬ রান।
তবে প্রথম ইনিংসে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে প্রথম দিন তারা শেষ করছে চার উইকেট হারিয়ে ৪৩ রানে। মিচেল স্টার্ক (Mitchell Starc) নিয়েছেন দু’টি উইকেট। আর এই উইকেট নেওয়ার পথেই একটি বিশেষ ক্ষেত্রে তিনি অতিক্রম করেছেন ভারতীয় পেসার মহম্মদ শামিকে (Mohammed Shami)।
আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সর্বাধিক উইকেট নেওয়া বোলার এখন স্টার্ক। পঞ্চম আইসিসি ফাইনাল খেলছেন স্টার্ক। এখন পর্যন্ত ১১ উইকেট নিয়েছেন তিনি।
মহম্মদ শামির রেকর্ড ভেঙে গেল
বুধবার স্টার্ক প্রথমে ফেরান প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে। এরপর ওপর ওপেনার রায়ান রিকেলটনকে ফেরানোর পরই ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামির রেকর্ড ভেঙে ফেলেন স্টার্ক। এই রেকর্ডটি এর আগে শামির নামে ছিল, যিনি চারটি আইসিসি ফাইনালে ১০ উইকেট নিয়েছিলেন। স্টার্ক শামিকে পিছনে ফেলে নিজেকে 'আলেকজান্ডার' প্রমাণ করলেন।
আইসিসি টুর্নামেন্ট ফাইনালে সর্বাধিক উইকেট শিকারি বোলাররা
১১*-মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
১০-মহম্মদ শামি (ভারত)
৮-গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
৮-রবীন্দ্র জাদেজা (ভারত)
৮-ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
৮- কাইল জেমিসন (নিউজিল্যান্ড)
পাশাপাশি আইসিসি নকআউট ম্যাচে সর্বাধিক উইকেট নেওয়ার দিক থেকে মিচেল স্টার্ক যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। স্টার্ক ছাড়াও, গ্লেন ম্যাকগ্রা এবং মহম্মদ শামি আইসিসি নকআউট ম্যাচে ২২ উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার কিংবদন্তি অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরন ২৩ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন। বৃহস্পতিবার স্টার্কের দু’টি উইকেট নেওয়ার এবং এই বিশ্ব রেকর্ডটি নিজের নামে করার সুযোগ থাকবে।