Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরাবেটিং অ্যাপের প্রচার! রানা দগ্গুবতী, বিজয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা, তদন্তে ইডিস্কুলের শৌচাগারে রক্ত! পিরিয়ড হয়েছে কিনা দেখতে জামা খুলিয়ে পরীক্ষা ছাত্রীদের, নিন্দা দেশজুড়েতিন বছরের চুক্তিতে রাজস্থান থেকে ইস্টবেঙ্গলে এলেন মার্তান্ড রায়না'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শনবাংলা প্রশ্ন-বিতর্কে একটা ‘সেনটেন্সে’র অস্পষ্টতা কাটাতে অনেক ‘বাক্য’ খরচ করলেন প্রসেনজিৎসন্দেহের জেরে প্রেমিকার গলা কেটে খুন যুবকের! মুখে টেপ বাঁধা, গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুজীর্ণ দশা ও টোল ট্যাক্স ফাঁকি, সেতু ভাঙার হুঁশিয়ারি কানে তোলেনি গুজরাত সরকার, মৃত বেড়ে ১৩রাস্তাঘাটে অনুমতি না নিয়ে যার তার ছবি তুললে এমনটাই হয়, সোজা শ্রীঘরেডার্বি আসন্ন, মোহনবাগানের অনুশীলনে নামছেন কিয়ান, সুহেল, গ্লেনরা
Steven Smith

WTC Final: স্মিথের ব্যাটে ভেঙে গেল লর্ডসের ৯৯ বছরের পুরনো রেকর্ড

লর্ডসে এই অজি তারকা তাঁর ষষ্ঠ টেস্টটি খেলছেন। এর মধ্যেই তাঁর হয়ে গিয়েছে দু’টি সেঞ্চুরি এবং তিনটি হাফ-সেঞ্চুরি-সহ ৫৯১ রান।

WTC Final: স্মিথের ব্যাটে ভেঙে গেল লর্ডসের ৯৯ বছরের পুরনো রেকর্ড

স্টিভ স্মিথ

শেষ আপডেট: 12 June 2025 08:18

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ২০২৫ সালের ডব্লিউটিসি ফাইনালে (WTC 2023-25 Finalদক্ষিণ আফ্রিকার বিপক্ষে একসময় ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া (Australia vs South Africa)। সেই সময় দলকে খাদের কিনারা থেকে তুলে ধরেন অজিদের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ (Steven Smith)

১১২ বলে ৬৬ রানে এইডেন মার্করামের বলে আউট হয়ে গেলও স্মিথের এই ইনিংস বেশ কিছু নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। 

বুধবার লর্ডসের মাঠে ৯৯ বছরের পুরনো রেকর্ড (99 years old record in Lords’)  ভেঙে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন স্মিথ। লর্ডসে সর্বাধিক টেস্ট রান করা অ-ইংলিশ ব্যাটার হলেন স্মিথ। লর্ডসে এই অজি তারকা তাঁর ষষ্ঠ টেস্টটি খেলছেন। এর মধ্যেই তাঁর হয়ে গিয়েছে দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ-সেঞ্চুরি-সহ ৫৯১ রান

ভেঙে গেল ৯৯ বছরের পুরনো রেকর্ড 

স্মিথ প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার ওয়ারেন বার্ডসলির রেকর্ড ভেঙেছেন। বার্ডসলি ১৯০৯-১৯২৬ সালের মধ্যে লর্ডসে ৫৭৫ রান করেছিলেন। এই সময়ের মধ্যে, বার্ডসলি চারটি অর্ধশতক এবং দুটি সেঞ্চুরি করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। ক্যারিবায়ান কিংবদন্তি ১৯৫৭ থেকে ১৯৭৩ সালের মধ্যে ৫৭১ রান করেছিলেন। এর মধ্যে চারটি অর্ধশতক এবং দুটি সেঞ্চুরি রয়েছে।

লর্ডসে অ-ইংলিশ ব্যাটারদের সর্বাধিক টেস্ট রান

স্টিভ স্মিথ               ৫৯১

ওয়ারেন বার্ডসলি         ৫৭৫  

গ্যারি সোবার্স            ৫৭১ 

ডন ব্র্যাডম্যান            ৫৫১ 

শিবনারায়ণ চন্দরপল     ৫১২ 

দিলীপ ভেঙ্গসরকার       ৫০৮ 

পাশাপাশি স্টিভ স্মিথ বুধবার আরও একটি রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে WTC ফাইনালে ২০০ রান করেছেন এই অজি তারকা এক্ষেত্রে স্মিথ টপকে গিয়েছেন ভারতীয় ব্যাটার অজিঙ্ক রাহানেকে। ভারতের এই মিডল অর্ডার ব্যাটারের ফাইনালে করেছেন ১৯৯ রান। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ট্র্যাভিস হেড, যিনি ১৯২ রান করেছেন। রোহিত শর্মা (১২২) এবং বিরাট কোহলি (১২০) যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন।

WTC ফাইনালে সর্বাধিক রান

স্টিভ স্মিথ          ২২১ 

অজিঙ্ক রাহানে       ১৯৯ 

ট্র্যাভিস হেড         ১৯২ 

রোহিত শর্মা         ১২২ 

বিরাট কোহলি       ১২০ 

এখানেই স্মিথের কৃতিত্ব শেষ হয়নি। তিনি ইংল্যান্ডে বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক অর্ধশতককারী ব্যাটার এখন। স্মিথ ৪৩ ইনিংসে ১৮টি অর্ধশতক করেছেন এক্ষেত্রে তিনি ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ভিভ রিচার্ডস এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন অ্যালান বর্ডারের রেকর্ড। রিচার্ডস ৩৪টি অর্ধশতক করেছিলেন এবং বর্ডার করেছিলেন ১৭টি হাফসেঞ্চুরি।


ভিডিও স্টোরি